ETV Bharat / bharat

পারিবারিক অশান্তি, 3 শিশু-সহ স্ত্রীকে খুন করে পলাতক স্বামী - MURDER IN MOTIHARI BIHAR

MURDER IN MOTIHARI: বিহারের মতিহারীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও 3 সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এক ব্যাক্তি। এই ঘটনায় বাকরুদ্ধ এলাকা। এই খুনের ঘটনার মূল অভিযুক্ত পলাতক ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 9:51 AM IST

Updated : Mar 29, 2024, 10:28 AM IST

MURDER
কুড়ুলের কোপে খুন মহিলা ও 4 শিশু; খুনি পলাতক৷ --প্রতীকী ছবি

মতিহারী, 29 মার্চ: বিহারের মতিহারীতে এক মহিলা এবং 3 শিশু-সহ মোট 4 জনের নৃশংস খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার নৃশংসতায় হতবাক প্রতিবেশী ও স্থানীয়রা। তাদের অভিযোগ, ওই মহিলার স্বামী তিন সন্তান ও স্ত্রীকে ধারাল কোনও অস্ত্র দিয়ে কেটে খুন করেছে। ঘটনার পরই ওই মহিলার স্বামী পলাতক ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুনের ঘটনার পিছনে মহিলার স্বামীরই হাত রয়েছে।

ঘটনাটি ঘটেছে মতিহারীর পাহাড়পুর থানার বাওয়ারিয়া গ্রামে। ডিএসপি রঞ্জন কুমার-সহ থানার একাধিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের দাবি এবং পুলিশের প্রাথমিক তদন্তে এই খুনের পিছনে পারিবারিক কলহের সম্ভাবনাই সামনে আসছে। তবে ঘটনায় আলস কারণ কী, তা এখনই রাজি নয় পুলিশ ৷ অভিযুক্ত ধরা পড়লে তাকে জেরা করে খুনের আসল কারণ জানা যাবে।

একই পরিবারের 4 জনকে খুনের ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। মতিহারীর পাহাড়পুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনাস্থলে ফরেনসিক দলও পৌঁছেছে । পুলিশ ঘটনাস্থল থেকে সব প্রমাণ সংগ্রহ করছে। প্রাথমিকভাবে পুরো বিষয়টি পারিবারিক কলহের জেরে ঘটেছে বলেই মনে করা হচ্ছে। তবে 4 খুনের পিছনের আসল কারণ জানতে পুলিশ তদন্ত করে দেখছে।

জানা গিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত, মৃত মহিলার পলাতক স্বামীর নাম ইদু মিয়া। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ তদন্তের পর হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ।

আরও পড়ুন:

গুলিবিদ্ধ ডেরা কর সেবা প্রধান তারসেম সিং, ঘটনার তদন্তে এসটিএফ

ব্যাট দিয়ে আঘাত, কাঁকসায় যুবক খুনে পরতে পরতে রহস্য; পুনর্নির্মাণে পুলিশ

সল্টলেকে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা চিকিৎসকের, সুইসাইড নোটে স্বীকারোক্তি

মতিহারী, 29 মার্চ: বিহারের মতিহারীতে এক মহিলা এবং 3 শিশু-সহ মোট 4 জনের নৃশংস খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার নৃশংসতায় হতবাক প্রতিবেশী ও স্থানীয়রা। তাদের অভিযোগ, ওই মহিলার স্বামী তিন সন্তান ও স্ত্রীকে ধারাল কোনও অস্ত্র দিয়ে কেটে খুন করেছে। ঘটনার পরই ওই মহিলার স্বামী পলাতক ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুনের ঘটনার পিছনে মহিলার স্বামীরই হাত রয়েছে।

ঘটনাটি ঘটেছে মতিহারীর পাহাড়পুর থানার বাওয়ারিয়া গ্রামে। ডিএসপি রঞ্জন কুমার-সহ থানার একাধিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের দাবি এবং পুলিশের প্রাথমিক তদন্তে এই খুনের পিছনে পারিবারিক কলহের সম্ভাবনাই সামনে আসছে। তবে ঘটনায় আলস কারণ কী, তা এখনই রাজি নয় পুলিশ ৷ অভিযুক্ত ধরা পড়লে তাকে জেরা করে খুনের আসল কারণ জানা যাবে।

একই পরিবারের 4 জনকে খুনের ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। মতিহারীর পাহাড়পুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনাস্থলে ফরেনসিক দলও পৌঁছেছে । পুলিশ ঘটনাস্থল থেকে সব প্রমাণ সংগ্রহ করছে। প্রাথমিকভাবে পুরো বিষয়টি পারিবারিক কলহের জেরে ঘটেছে বলেই মনে করা হচ্ছে। তবে 4 খুনের পিছনের আসল কারণ জানতে পুলিশ তদন্ত করে দেখছে।

জানা গিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত, মৃত মহিলার পলাতক স্বামীর নাম ইদু মিয়া। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ তদন্তের পর হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ।

আরও পড়ুন:

গুলিবিদ্ধ ডেরা কর সেবা প্রধান তারসেম সিং, ঘটনার তদন্তে এসটিএফ

ব্যাট দিয়ে আঘাত, কাঁকসায় যুবক খুনে পরতে পরতে রহস্য; পুনর্নির্মাণে পুলিশ

সল্টলেকে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা চিকিৎসকের, সুইসাইড নোটে স্বীকারোক্তি

Last Updated : Mar 29, 2024, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.