বেঙ্গালুরু, 5 মার্চ: কর্ণাটক বিধানসভার অভ্যন্তরে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে ৷ গেরুয়া শিবিরের এই অভিযোগের ভিত্তিতে সোমবার তিনজনকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ । মঙ্গলবার বেঙ্গালুরু আদালত ধৃতদের তোলা হয় ৷ তিনজনকে তিনদিনের পুলিশি হেফাজত দিয়েছেন বিচারক । কংগ্রেস নেতা সৈয়দ নাসির হুসেন রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিধানসভার ভিতরেই 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেন দলের বিধায়করা বলে অভিযোগ করেছিল বিজেপি ৷ কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেছেন, " পুলিশকে তদন্ত করছে ৷ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷"
সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশ শেখর এইচটি অবশ্য নিশ্চিত করেছেন যে এফএসএল রিপোর্ট, ঘটনাস্থল থেকে পাওয়া প্রমাণ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ ধৃতরা হলেন দিল্লির ইলতাজ, বেঙ্গালুরুর আরটি নগরের মুনাওয়ার এবং হাভেরি জেলার ব্যাদাগির মহম্মদ শফি নাশিপুদি ।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেছেন, "এফএসএল রিপোর্ট নিশ্চিত করেছে যে বিধানসভায় নাসির হুসেনের জয়ী হওয়ার পর 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান উঠেছে ৷ এক ব্যক্তি দু'বার স্লোগান দিয়েছে । তবে কে এই স্লোগান দিয়েছে তা এফএসএল জানায়নি । তারা শুধু বলেছে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়া হয়েছে ভিডিয়োয় তার প্রমাণ মিলেছে ৷ এই ভিত্তিতে আমরা তিনজনকে শনাক্ত করে গ্রেফতার করেছি ৷"
এ দিকে এই ঘটনা নিয়ে কর্ণাটকের ভারতীয় জনতা পার্টি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে আক্রমণ করেছে ৷ বিজেপির কর্ণাটক ইউনিট 'এক্সে' পোস্টে বলেছে, "ধৃত অভিযুক্তরা কংগ্রেস নেতার 'ঘনিষ্ঠ সহযোগী' । রাহুল গান্ধি যখন 'ভারত তোড়ো' প্রচারে ব্যস্ত, তখন পুলিশ তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিধানসভার ভিতরে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার জন্য গ্রেফতার করেছে । ওই কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা উচিত এবং তদন্ত করা উচিত ৷ বিজেপি চায় কংগ্রেস তার রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ৷ এমনকী এই মামলার সম্পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত নাসির হুসেনের শপথ স্থগিত রাখার জন্য উপরাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়েছে বিজেপির তরফে ।"
আরও পড়ুন: