ETV Bharat / bharat

বেঙ্গালুরুর সংশোধনাগারে বন্দিদের সন্ত্রাসে মদত, মামলায় 7 রাজ্যে এনআইএ হানা

NIA Raid in Bengaluru Prison Radicalisation: বেঙ্গালুরুর সংশোধনাগারে সন্ত্রাসে মদতের মামলায় 7 রাজ্যে হানা দিল এনআইএ ৷ কর্ণাটক এবং তামিলনাড়ু-সহ অন্যান্য রাজ্যের 17টি জায়গায় অভিযান চালাচ্ছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 10:48 AM IST

Updated : Mar 5, 2024, 11:31 AM IST

NIA Raid
এনআইএ হানা

নয়াদিল্লি, 5 মার্চ: সংশোধনাগারে বন্দিদের সন্ত্রাসমূলক কাজে উৎসাহ প্রদান এবং আত্মঘাতী হামলার ষড়যন্ত্রের মামলায় মঙ্গলবার সাত রাজ্যে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৷ সাতটি রাজ্যের 17টি জায়গায় এনআইএ অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে । মঙ্গলাবর সকাল থেকে অন্যান্য রাজ্য়ের সঙ্গে কর্ণাটক এবং তামিলনাড়ুতে অভিযান চলছে ৷ সূত্রের খবর, সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রে জড়িত সন্দেহভাজনদের সঙ্গে যোগ রয়েছে এই স্থানগুলির ৷ তাই ওই 17টি জায়গায় অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। এই তল্লাশির সঙ্গে সম্প্রতি বেঙ্গালুরুর রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণের যোগ থাকার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

ঘটনার পিছনে রয়েছে এক লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ জাতীয় তদন্তকারী সংস্থা বেঙ্গালুরুর সংশোধনাগারে বন্দিদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ত্রাসে উৎসাহ প্রদান এবং আত্মঘাতী হামলার ষড়যন্ত্র মামলায় চলতি বছরের জানুয়ারিতে একজনের যাবজ্জীবন সাজার পাশাপাশি এবং দুই পলাতক-সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটভুক্ত অভিযুক্তদের মধ্যে নাম রয়েছে কেরলের কান্নুর জেলার টি নাসিরের ৷ যিনি 2013 সাল থেকে বেঙ্গালুরুর কেন্দ্রীয় সংশোধনাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছেন ৷

অন্যদিকে চার্জশিটে নাম থাকা জুনাইদ আহমেদ ওরফে জেডি এবং সলমন খান বিদেশে পালিয়ে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে । বাকিরা হলেন সৈয়দ সুহেল খান ওরফে সুহেল, মহম্মদ উমর ওরফে উমর, জাহিদ তবরেজ ওরফে জাহিদ, সৈয়দ মুদাসির পাশা ও মহম্মদ ফয়সাল রব্বানী ওরফে সাদাথ । 8 জনকে ভারতীয় দণ্ডবিধি, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, বিস্ফোরক পদার্থ আইন এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে ৷

অভিযুক্তদের মধ্যে সাতজনের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, হাতবোমা এবং ওয়াকি-টকি বাজেয়াপ্ত হয়েছে ৷ এগুলি বাজেয়াপ্ত করার পরে বেঙ্গালুরু সিটি পুলিশ গত বছরের 18 জুলাই মামলাটি দায়ের করেছিল । অভিযুক্তদের একজনের বাড়িতে সাতজন জড়ো হয়েছিলেন অস্ত্রগুলি উদ্ধার হয় । 2023 সালের অক্টোবরে এনআইএ এই মামলার তদন্তভার গ্রহণ করে ৷ এরপরেই জাতীয় তদন্তাকারী সংস্থার তরফে প্রকাশ করা হয় যে টি নাসির বেশ কয়েকটি বিস্ফোরণ মামলায় জড়িত ৷ তাঁরা 2017 সালে বেঙ্গালুরুর সংশোধনাগারে বন্দি থাকাকালীন অন্যান্য অভিযুক্তদের সংস্পর্শে এসেছিলেন । সালাম একটি পকসো মামলায় কারাগারে বন্দি ছিলেন ৷ অন্যরা একটি হত্যা মামলায় জড়িত ছিলেন ।

আরও পড়ুন:

  1. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত শুরু করল এনআইএ
  2. আট আইসিস জঙ্গিকে গ্রেফতার করে আইইডি বিস্ফোরণের ছক বানচাল এনআইএ-র
  3. পুনে ও কর্ণাটকে 44টি জায়গায় এনআইএ অভিযান, আইসিসের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার 13

নয়াদিল্লি, 5 মার্চ: সংশোধনাগারে বন্দিদের সন্ত্রাসমূলক কাজে উৎসাহ প্রদান এবং আত্মঘাতী হামলার ষড়যন্ত্রের মামলায় মঙ্গলবার সাত রাজ্যে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৷ সাতটি রাজ্যের 17টি জায়গায় এনআইএ অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে । মঙ্গলাবর সকাল থেকে অন্যান্য রাজ্য়ের সঙ্গে কর্ণাটক এবং তামিলনাড়ুতে অভিযান চলছে ৷ সূত্রের খবর, সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রে জড়িত সন্দেহভাজনদের সঙ্গে যোগ রয়েছে এই স্থানগুলির ৷ তাই ওই 17টি জায়গায় অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। এই তল্লাশির সঙ্গে সম্প্রতি বেঙ্গালুরুর রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণের যোগ থাকার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

ঘটনার পিছনে রয়েছে এক লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ জাতীয় তদন্তকারী সংস্থা বেঙ্গালুরুর সংশোধনাগারে বন্দিদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ত্রাসে উৎসাহ প্রদান এবং আত্মঘাতী হামলার ষড়যন্ত্র মামলায় চলতি বছরের জানুয়ারিতে একজনের যাবজ্জীবন সাজার পাশাপাশি এবং দুই পলাতক-সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটভুক্ত অভিযুক্তদের মধ্যে নাম রয়েছে কেরলের কান্নুর জেলার টি নাসিরের ৷ যিনি 2013 সাল থেকে বেঙ্গালুরুর কেন্দ্রীয় সংশোধনাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছেন ৷

অন্যদিকে চার্জশিটে নাম থাকা জুনাইদ আহমেদ ওরফে জেডি এবং সলমন খান বিদেশে পালিয়ে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে । বাকিরা হলেন সৈয়দ সুহেল খান ওরফে সুহেল, মহম্মদ উমর ওরফে উমর, জাহিদ তবরেজ ওরফে জাহিদ, সৈয়দ মুদাসির পাশা ও মহম্মদ ফয়সাল রব্বানী ওরফে সাদাথ । 8 জনকে ভারতীয় দণ্ডবিধি, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, বিস্ফোরক পদার্থ আইন এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে ৷

অভিযুক্তদের মধ্যে সাতজনের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, হাতবোমা এবং ওয়াকি-টকি বাজেয়াপ্ত হয়েছে ৷ এগুলি বাজেয়াপ্ত করার পরে বেঙ্গালুরু সিটি পুলিশ গত বছরের 18 জুলাই মামলাটি দায়ের করেছিল । অভিযুক্তদের একজনের বাড়িতে সাতজন জড়ো হয়েছিলেন অস্ত্রগুলি উদ্ধার হয় । 2023 সালের অক্টোবরে এনআইএ এই মামলার তদন্তভার গ্রহণ করে ৷ এরপরেই জাতীয় তদন্তাকারী সংস্থার তরফে প্রকাশ করা হয় যে টি নাসির বেশ কয়েকটি বিস্ফোরণ মামলায় জড়িত ৷ তাঁরা 2017 সালে বেঙ্গালুরুর সংশোধনাগারে বন্দি থাকাকালীন অন্যান্য অভিযুক্তদের সংস্পর্শে এসেছিলেন । সালাম একটি পকসো মামলায় কারাগারে বন্দি ছিলেন ৷ অন্যরা একটি হত্যা মামলায় জড়িত ছিলেন ।

আরও পড়ুন:

  1. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত শুরু করল এনআইএ
  2. আট আইসিস জঙ্গিকে গ্রেফতার করে আইইডি বিস্ফোরণের ছক বানচাল এনআইএ-র
  3. পুনে ও কর্ণাটকে 44টি জায়গায় এনআইএ অভিযান, আইসিসের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার 13
Last Updated : Mar 5, 2024, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.