হায়দরাবাদ, 5 মার্চ: রামোজি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান রামোজি রাওয়ের সঙ্গে দেখা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷ সোমবার বিকেলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী । আদিলাবাদের এদিন জনসভা শেষ করার পরে মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি হায়দরাবাদে পৌঁছন এবং সরাসরি রামোজি ফিল্ম সিটিতে চলে যান । সেখানেই রামোজি রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ৷ তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয় ।
জানা গিয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর তেলেঙ্গানার উন্নয়ন-সহ অন্যান্য একাধিক বিষয় নিয়ে পরস্পরের সঙ্গে কথা বলেন তাঁরা । মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং রামোজি রাও রাজ্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন বলে সূত্রের খবর । এদিন তাঁদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ইনাডুর ম্যানেজিং ডিরেক্টর কিরণ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ভেম নরেন্দ্র রেড্ডি এবং ইব্রাহিমপত্তনমের বিধায়ক মালরেডি রাঙ্গা রেড্ডি ৷
আরও পড়ুন :