ETV Bharat / entertainment

Pushpa 2 And Salaar Shooting: আল্লু-প্রভাসের ছবির গানের শুটিং রামোজি ফিল্ম সিটিতে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 7:38 PM IST

বিগ বাজেটের ছবির ক্ষেত্রে অনেক নির্মাতারাই বেছে নেন রামোজি ফিল্ম সিটিকে ৷ এবার 'পুষ্পা 2' এবং 'সালার' ছবির গানের দৃশ্যের শুটিংয়ের জন্যও নির্মাতারা শুটিং সারবেন হায়দরাবাদের এই ফিল্ম সিটিতেই ৷

Pushpa 2 And Salaar Shooting
প্রভাসের ছবির গানের শুটিং রামোজি ফিল্ম সিটিতে

হায়দরাবাদ, 9 নভেম্বর: বিগ বাজেটের ছবির ক্ষেত্রে নির্মাতারা অনেকেই লোকেশন হিসাবে রামোজি ফিল্ম সিটিকে বেছে নেন ৷ হায়দরাবাদের এই ফিল্ম সিটিতেই এর আগে 'বাহুবলী'র মতো ছবির শুটিং হয়েছে ৷ এখন সেখানে শুটিং চলছে 'পুষ্পা: দ্য রুল' ছবিটির ৷ আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার এই ছবির শুটিং অবশ্য বেশ কিছুদিন ধরেই চলেছে ৷ পাশাপাশি প্রভাসের 'সালার' ছবির কয়েকটি দৃশ্যেরও শুটিং হবে এখানেই ৷

সূত্রের খবর অনুযায়ী, রামোজি ফিল্ম সিটিতে শুটিং করা হবে 'পুষ্পা: দ্য রুল' ছবির একটি গান ৷ গানটিতে দেখানো হবে একটি মেলার দৃশ্য ৷ প্রখ্যাত কোরিওগ্রাফার গনেশ আচার্যর থাকছেন এই গানের নেপথ্যে ৷ প্রায় এক মাস ধরে চলবে এই শুটিং পর্ব ৷ শুধু গান নয়, বেশকিছু অ্যাকশন দৃশ্যেরও শুটিং ফিল্ম সিটিতেই সারতে চলেছেন নির্মাতারা ৷

পরিচালক সুকুমারের হাত ধরে কোভিড কালে রীতিমতো সাড়া ফেলেছিল এই ছবির প্রথম পর্ব ৷ চন্দন কাঠের কালোবাজারি থেকে কীভাবে উত্থান হয় এক নেতার সেই কাহিনিই তুলে ধরে 'পুষ্পা: দ্য বিগিনিং' ৷ ছবির দ্বিতীয় পর্বের টিজারও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ আর ছবির সেই ঝলকও সাড়া ফেলেছে বেশ ৷ ছবির কাহিনিতে দেখানো হবে পুষ্পারাজের পুলিশের হাতে ধরা পড়া এবং তার নিখোঁজ হয়ে যাওয়ার কাহিনি ৷ এরপর হঠাৎই একদিন জঙ্গলের লুকোনো ক্যামেরায় মিলবে তার খোঁজ ৷ তারপর কী হয় সেটাই দেখার ৷

অন্যদিকে পর্দার 'বাহুবলী' প্রভাসের বেশকিছু ছবি পরপর মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ তার মধ্যে রয়েছে 'রাধেশ্যাম', 'আদিপুরুষ-এর মতো ছবিগুলি ৷ এবার 'সালার' ছবির হাত ধরে কামব্যাকের স্বপ্ন বুনছেন তিনি ৷ জানা গিয়েছে প্রশান্ত নীলের এই ছবিরও একটি গানের শুটিং হতে পারে হায়দরাবাদে ৷ রামোজি ফিল্ম সিটিতে ছবির যে গানটির শুটিং হতে চলেছে সেখানে থাকবেন সিমরত কৌর ৷ গানটির কোরিওগ্রাফার রাজু সুন্দরম মাস্টার ৷

আরও পড়ুন:

  1. প্রথমবার এক মঞ্চে শিবামণি কৌশিকী বিক্রম, হেমন্তের শহরে ফিউশন মিউজিক সন্ধে
  2. ছোটবেলায় সৌরভের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইতেন, এবার শামিকে বিয়ের প্রস্তাব অভিনেত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.