ETV Bharat / bharat

'বদ্রী বিশাল লাল কি জয়' ধ্বনি, বৈদিক মন্ত্রোচারণে খুলল বদ্রীনাথের দরজা - Char Dham Yatra 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 9:05 AM IST

Updated : May 12, 2024, 10:18 AM IST

Shri Badrinath Dham: চারধামের মধ্যে অন্যতম বদ্রীনাথ ধাম ৷ কথামতোই বদ্রীনাথের প্রবেশদ্বার রবির সকালে ভক্তদের জন্য খুলে দেওয়া হল ৷ দু'দিন আগেই খুলে গিয়েছে কেদারনাথধাম, গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা ৷ আজ সকাল 6টায় বৈদিক মন্ত্রোচারণের মধ্য দিয়ে বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হল ৷ চারিদিকে ধ্বনিত হল 'বদ্রী বিশাল লাল কি জয় ৷'

Shri Badrinath Dham
খুলল বদ্রীনাথের দরজা (এএনআই/উত্তরাখণ্ড এক্স হ্যান্ডেল)

চারিদিকে ধ্বনিত 'বদ্রী বিশাল লাল কি জয়' (ইটিভি ভারত)

চামোলি, 12 মে: চারধাম যাত্রা সবেমাত্র শুরু হয়েছে ৷ উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম, গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা খুলে গিয়েছে দিন দুই আগে। রবিবার সকালে চারধামের শেষ কেন্দ্র অর্থাৎ বদ্রীনাথধামের দরজাও খুলে গেল। প্রথমদিনই বদ্রীনাথ দর্শনে উপচে পড়ে ভিড়। আজ সকাল ছ'টায় বৈদিক মন্ত্র পড়ে বাবা বদ্রীনাথের মন্দিরের পুরোহিতরা ভক্তদের দর্শনের জন্য খুলে দেন ৷ মন্দির ঢেলে সাজানো হয় গাঁদা ফুলে ৷ ভক্তদের মুখে মুখে উচ্চারিত হয় 'বদ্রী বিশাল লাল কি জয়' ৷ চলে পুষ্পবৃষ্টি ৷ সেইসঙ্গে 2024 চারধাম যাত্রা সম্পূর্ণ আচারের সঙ্গে শুরু হল।

দরজা খোলার পর ভক্তিগীতিতে মেতে ওঠেন দর্শনাথীরা ৷ চামোলি জেলার অলকানন্দা নদীর তীরে অবস্থিত, হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান, যা ভগবান বিষ্ণুর মন্দির ৷ গত 10 মে আরও তিনটি ধাম যথাক্রমে কেদারনাথ ধাম, গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা খুলে দেওয়া হয়েছে। আর আজ, বদ্রীনাথ ধামের দরজাও খুলে দেওয়া হল। বদ্রীনাথকে পৃথিবীর বৈকুণ্ঠও বলা হয় ৷ এই মন্দির বৈষ্ণবদের 108টি দিব্য দেশমের মধ্যে বিশেষ বলে পরিচিত ৷ প্রতিবছর এপ্রিল মাসের শেষভাগ থেকে নভেম্বর মাসের প্রথম ভাগ পর্যন্ত ছয়মাস এই মন্দিরটি খোলা থাকে।

বদ্রীনাথ মন্দির চত্বরে 15টি মূর্তি রয়েছে। যার মধ্যে ভগবান বিষ্ণুর এক মিটার উঁচু কালো পাথরের মূর্তিটি উল্লেখযোগ্য। বদ্রীনাথ ধামে, ভগবান বিষ্ণু ধ্যানের ভঙ্গিতে উপবিষ্ট। যাঁর ডান পাশে কুবের, লক্ষ্মী ও নারায়ণের মূর্তি শোভা পাচ্ছে। বদ্রীনাথধামে ভগবান 5টি রূপের পুজো করা হয়। ভগবান বিষ্ণুর এই পাঁচটি রূপ 'পঞ্চ বদ্রী' নামেও পরিচিত। বদ্রীনাথ ধামের প্রধান মন্দির ছাড়াও অন্য চারটি মন্দিরও এখানে রয়েছে ৷ তবে এই পাঁচটির মধ্যে বদ্রীনাথই প্রধান মন্দির। আরও রয়েছে, বিষ্ণু যোগাধ্যায় বদ্রী, ভবিষ্য বদ্রী, বৃদ্ধ বদ্রী, আদি বদ্রীর মন্দির ৷

আরও পড়ুন:

  1. গঙ্গোত্রীর সামনে ভক্তিগীতিতে নাচে-গানে মাতলেন দর্শনার্থীরা, দেখুন ভিডিয়ো
  2. শুরু হল চারধাম যাত্রা, শুক্র সকালে 2500 কিলো ফুলে সাজল কেদারনাথ মন্দির
  3. ভাতৃদ্বিতীয়ায় বন্ধ হল কেদারনাথ-যমুনোত্রীর দরজা, সমাপ্তির পথে চারধাম যাত্রা
Last Updated :May 12, 2024, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.