ETV Bharat / bharat

ভোররাতে কাপড়ের দোকান ও বাড়িতে আগুন, দমবন্ধ হয়ে মৃত একই পরিবারের 7 - Fire in Maharashtra

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 7:13 AM IST

Updated : Apr 3, 2024, 10:39 AM IST

Fire in Maharashtra , মহারাষ্ট্রের সম্ভাজিনগরে আগুন
আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের 6 জনের

Fire Incident in Maharashtra: ভোর তখন 4টে ৷ কাপড়ের দোকান ও বাড়িতে আগুন লেগে মৃত্যু হল একই পরিবারের 6 জনের ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সম্ভাজিনগরে ৷

ভোররাতে কাপড়ের দোকান ও বাড়িতে আগুন

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 3 এপ্রিল: ভোররাতে ভয়াবহ আগুন ৷ দগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের 7 জনের ৷ বুধবার ভোর 4টে নাগাদ ঘটনাটি ঘটে ঔরঙ্গাবাদের ক্যান্টনমেন্ট ক্যাম্প এলাকার জৈন মন্দিরের কাছে অবস্থিত দানা বাজারের একটি তিনতলা ভবনে ৷ খবর পেয়ে ক্যান্টনমেন্ট ক্যাম্পের কর্মকর্তা-সহ কর্মচারী, পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে । তাঁদের সঙ্গে তৎপরতা নিয়ে উদ্ধার কার্যে হাত লাগান স্থানীয়রাও ৷

জানা গিয়েছে, নীচের তলায় কাপড়-সহ আরও অন্যান্য জিনিসের দোকান ছিল ৷ সেখানেই আগুন লাগে প্রথমে ৷ এই বিল্ডিংয়ের উপরের তলায় লোকজন বসবাস করত ৷ ভোর 4টের দিকে আগুন লাগে ৷ থানায় খবর যায় 4টে 15 নাগাদ ৷ প্রথম তলায় যেখানে আগুন লেগেছিল তার ঠিক উপরের তলাতেই অর্থাৎ কাপড়ের দোকানের ঠিক উপরেই একটি পরিবার বাস করত ৷ দমবন্ধ হয়ে তাদের 7 জনের মৃত্যু হয় ৷

নিহতদের মধ্যে দুই শিশু, তিন নারী ও একজন পুরুষ রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গিয়েছে । একজন নিখোঁজ ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । প্রাথমিকভাবে পাওয়া তথ্যে খবর, মৃতদেহগুলো অ্যাম্বুলেন্সে করে ঘাটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ।

মৃতদের নাম অসীম ওয়াসিম শেখ (3), পরী ওয়াসিম শেখ (2), ওয়াসিম শেখ (30), তানভীর ওয়াসিম (23), হামিদা বেগম (50), শেখ সোহেল (35), রেশমা শেখ (22) ।

ছত্রপতি সম্ভাজিনগরের পুলিশ কমিশনার মনোজ লোহিয়া বলেন, "ভোর 4টেয় ছত্রপতি সম্ভাজিনগরের ক্যান্টনমেন্ট এলাকায় একটি জামা-কাপড়ের দোকানে আগুন লাগে । যদিও তা দ্বিতীয় তলায় পৌঁছায়নি । তবে প্রাথমিক তদন্তে আমাদের অনুমান, দম বন্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়েছে । আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি । আরও তদন্ত চলছে ।"

আরও পড়ুন :

  1. বিধ্বংসী আগুনে পুড়ে গেল পাওয়ার হাউসের একাংশ, দেখুন ভিডিয়ো
  2. ভস্মারতির সময় মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন, দগ্ধ 14 পুরোহিত
  3. মোবাইলে শর্টসার্কিট, ঘরে আগুন লেগে ঝলসে মৃত 4 শিশু
Last Updated :Apr 3, 2024, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.