ETV Bharat / bharat

ট্রাক্টর উলটে দুর্ঘটনা, জবলপুরে প্রাণ গেল পাঁচ নাবালকের - Road Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 5:56 PM IST

Road Accident in MP: সোমবার জবলপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । জেলার চরগানওয়া থানার তিনেটা গ্রামে ট্রাক্টর উলটে পাঁচজন কমবয়সির মৃত্যু হয়েছে । গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন ।

tractor overturns in Jabalpur
ট্রাক্টর উলটে দুর্ঘটনা (ফাইল চিত্র)

জবলপুর, 6 মে: জবলপুরে ট্রাক্টর উলটে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ নাবালকের ৷ দুর্ঘটনায় ট্রাক্টরে সওয়ার আরও দু'জন গুরুতর আহত। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল 11টা নাগাদ মধ্যপ্রদেশের জবলপুর জেলার চরগোয়ান থানার তনেতা গ্রামে ৷ মুখ্যমন্ত্রী ড: মোহন যাদব মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত সকলেরই বয়স 10 থেকে 16 বছরের মধ্যে এবং সকলেই আদিবাসী সম্প্রদায়ভুক্ত ৷ আহতদের বয়স 10-11 বছরের মধ্যে। পুলিশ আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যায়। অতিরিক্ত এসপি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, নিহত নাবালকেরা একে অপরের আত্মীয়। সকলেই তিনেটা দেউরি গ্রামের বাসিন্দা। এরা সবাই ট্রাক্টরে করে জলের ট্যাঙ্কার নিয়ে যাচ্ছিল ।

ধর্মেন্দ্র ঠাকুর নামে এক নাবালকই ট্রাক্টরটি চালাচ্ছিল বলে জানা গিয়েছে। আজই তার বোনের বিয়ে ছিল বলে জানা গিয়েছে। কিন্তু তার আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ বেপরোয়া ট্রাক্টর চালানোর জেরেই এই দুর্ঘটনা বলে অভিযোগ। এই দুর্ঘটনায় মৃতরা হল- অনুপ বারকাদে (12), রাজবীর গোন্ড (13), দেবেন্দ্র বারকাডে (15), লাকি মারকাম (10) এবং ট্র্যাক্টর চালক ধর্মেন্দ্র ঠাকুর ।

দুর্ঘটনায় দলপত (12) ও বিকাশ (10) নামে দুজন আহত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ । মৃতদের ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ প্রশাসন অবিলম্বে মৃতদের পরিবারকে 50 হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে 10 হাজার টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে।

আরও পড়ুন:

  1. তীর্থে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত একই পরিবারের 6 সদস্য, আশঙ্কাজনক দুই শিশু
  2. মুসৌরিতে গাড়ি খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু 6 কলেজ পড়ুয়ার
  3. সরকারি বাস ও লরির ধাক্কায় মৃত 8, আহত 22
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.