ETV Bharat / bharat

কংগ্রেস থেকে বহিষ্কৃত প্রমোদ কৃষ্ণমকে পাশে নিয়ে কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 5:22 PM IST

Prime Minister Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Prime Minister Narendra Modi: সোমবার কংগ্রেস থেকে বহিষ্কৃত প্রমোদ কৃষ্ণমকে পাশে নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর বক্তব্যে নতুন যুগের কথা তুলে ধরলেন তিনি ৷ পাশাপাশি মোদির কথায় উঠে আসে প্রমোদ কৃষ্ণম ৷

সম্ভল(উত্তরপ্রদেশ), 19 ফেব্রুয়ারি: রামরাষ্ট্রের দাবি তুলেছিলেন তিনি ৷ তাই কংগ্রেস তাঁকে শৃঙ্খলাহীনতা এবং দল বিরোধী মন্তব্যের জন্য বহিষ্কার করে ৷ ছ'বছরের জন্য বহিষ্কৃত সেই প্রবীণ কংগ্রেস নেতা প্রমোদ কৃষ্ণমকে পাশে নিয়েই সোমবার উত্তরপ্রদেশের সম্ভল জেলায় আইচোরা কাম্বোহ গ্রামে শ্রী কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন মোদির মুখে ভূয়সী প্রশংসা শোনা যায় প্রমোদ কৃষ্ণমের ৷ সোমবার প্রধানমন্ত্রী আরও অনেক বিশিষ্ট অতিথি-সহ সকাল সাড়ে 10টায় হেলিকপ্টারে করে এখানে পৌঁছন । শুধু তিনি নন, শ্রী কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপনে সারা দেশের ঋষি-সাধুরাও অংশ নেন । তাঁর মধ্যে ছিলেন আচার্য প্রমোদ কৃষ্ণমও ৷ রীতি অনুযায়ী গর্ভগৃহে পুজো সারেন মোদি ।

সকলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জয় মা কৈলা দেবী, জয় বুধে বাবা কি বলে তাঁর ভাষণ শুরু করেন । তিনি বলেন, "উত্তরপ্রদেশের ভূমি থেকে ভগবান রাম ও ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও আধ্যাত্মিকতার আরেকটি স্রোত প্রবাহিত হচ্ছে । সাধকদের ভক্তি ও মানুষের চেতনায় আরেকটি পবিত্র স্থানের ভিত্তি স্থাপন করা হচ্ছে । আমি নিশ্চিত যে কল্কি ধাম ভারতীয় বিশ্বাসের আরেকটি মহান কেন্দ্র হিসেবে সকলের সামনে আসবে । সবার মঙ্গল কামনা করছি ।"

মঞ্চ থেকে শাশ্বত বার্তা দিলেন মোদি: প্রধানমন্ত্রী জানান, এই ধামে ভগবানের দশটি অবতার থাকবে । দশটি গর্ভগৃহ থাকবে । এই সময়ে কাশীর ভূমিতে বিশ্বনাথের মহিমা জ্বলে উঠতে দেখা গিয়েছে । কাশীকে নতুন রূপে দেখছে সকলে । দেখছে মহাকালের মহলোকের মহিমা । সোমনাথের উন্নয়ন দেখছে । কেদার উপত্যকার পুনর্গঠন দেখছে । মন্দিরের পাশাপাশি মেডিক্যাল কলেজও তৈরি হচ্ছে ৷ প্রাচীন মূর্তিও আসছে বিদেশ থেকে ৷ তিনি বলেন, "আমরা ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের মন্ত্র বহন করছি । দেশে আজ মন্দির তৈরি হচ্ছে, নতুন মেডিক্যাল কলেজও তৈরি হচ্ছে । বিদেশ থেকেও ফিরে আসছে প্রাচীন ভাস্কর্য । বিদেশি বিনিয়োগও আসছে রেকর্ড পরিমাণে । সময়ের চাকা যে ঘুরেছে তার প্রমাণ এই পরিবর্তন ।"

একটি নতুন যুগ কড়া নাড়ছে: মোদির কথায়, একটি নতুন যুগ আজ আমাদের দরজায় কড়া নাড়ছে । এটাই সময় যে আমরা খোলা হৃদয়ে সেই আগমনকে স্বাগত জানাই । তাই তিনি লালকেল্লা থেকে দেশকে আশ্বস্ত করেছেন যে এটাই সঠিক সময় । যেদিন (22 জানুয়ারি) অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে সেদিন থেকে একটি নতুন যুগ শুরু হয়েছে ।

আচার্য প্রমোদ কৃষ্ণমের আধ্যাত্মিক অনুশীলনের প্রশংসা: প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে আচার্য প্রমোদ কৃষ্ণম ভগবান কল্কির বিষয়ে গভীর অধ্যয়ন করেছেন । ভগবান রামের মতো কল্কির অবতারও হাজার বছরের পথ নির্ধারণ করবে । আচার্য প্রমোদ কৃষ্ণমের মতো মানুষ তাঁদের জীবন উৎসর্গ করছেন ।

কংগ্রেসকে কটাক্ষ মোদির: মোদির কথায়, "আগের সরকারের তরফে বলা হয়েছিল যে মন্দির তৈরি হলে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে । কিন্তু আচার্য প্রমোদ কৃষ্ণম, এই সরকারে মন্দির বানালে কিছু হবে না । মানুষ সব ভালো কাজ শুধু আমার জন্যই রেখে দিয়েছে । শতবর্ষের ত্যাগের ফল আসছে । আজ ভারতের অমৃতকালে দেশের গৌরব ও শক্তির বীজ অঙ্কুরিত হচ্ছে ।"

দেশের সাফল্যের রহস্য: চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পেরেছে ভারত । আজ বন্দে ভারত, নমো ভারত ট্রেন চলছে । বুলেট ট্রেন চালানোর ব্যবস্থা করা হচ্ছে । দেশে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের ঢেউ এক বিস্ময়কর অনুভূতি । প্রধানমন্ত্রী বলেন, "দেশ সফল হওয়ার শক্তি পায় সকলের একতা থেকে ।"

10 বছরের উন্নয়ন যাত্রা নিয়ে প্রধানমন্ত্রী: সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা কাজ, দেশের জন্য কাজ করছে । গত দশ বছরে স্থায়ী বাড়ি, শৌচাগার, বাড়িতে বিদ্যুৎ ও জলের সংযোগ, 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন, স্বল্পমূল্যে গ্যাস, আয়ুষ্মান কার্ড, দশ কোটি কৃষককে কিষাণ সম্মান নিধি, করোনার সময় প্রত্যেক দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে । আজ সারা বিশ্বে ভারতের কাজ নিয়ে আলোচনা করছে । প্রধানমন্ত্রী মোদি বলেন, "ভগবান কল্কির আশীর্বাদে, সংকল্পের যাত্রা সময়ের আগেই শেষ হবে । আমরা একটি শক্তিশালী এবং সক্ষম ভারতের স্বপ্ন পূরণ করতে দেখব ।"

আরও পড়ুন:

  1. 'রাম'ও 'রাষ্ট্র'-কে নিয়ে কোনও আপস নয়, কংগ্রেস থেকে বহিস্কারের পরই কড়া প্রতিক্রিয়া প্রমোদ কৃষ্ণমের
  2. মোদির হাতে আজ দরজা খুলছে, জেনে নিন আবুধাবির বিএপিএস হিন্দু মন্দিরের বিশেষত্ব
  3. রাম মন্দির উদ্বোধনে মোদি, রইল কিছু বিশেষ মুহূর্তের ছবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.