ETV Bharat / bharat

'রাম'ও 'রাষ্ট্র'-কে নিয়ে কোনও আপস নয়, কংগ্রেস থেকে বহিস্কারের পরই কড়া প্রতিক্রিয়া প্রমোদ কৃষ্ণমের - expulsion from Congress

Acharya Pramod Krishnam Slams Congress: প্রাক্তন কংগ্রেস নেতা বলেন, "কংগ্রেসের অনেক সিদ্ধান্ত নিয়েছিল যেগুলির সঙ্গে আমি একমত নই ৷" যেমন 370 ধারা বাতিলের বিরোধিতা করা কংগ্রেসের উচিত ছিল না বলে মনে করেন প্রমোদ কৃষ্ণম।

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : February 11, 2024 at 7:21 PM IST

Updated : February 11, 2024 at 7:31 PM IST

2 Min Read

সম্বল (উত্তরপ্রদেশ), 11 ফেব্রুয়ারি: শৃঙ্খলাহীনতা এবং দল বিরোধী মন্তব্যের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হল আচার্য প্রমোদ কৃষ্ণমকে। এরপর রবিবার পালটা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন আচার্য। তিনি জানান, 'রাম' এবং 'রাষ্ট্র'-কে নিয়ে কোনও আপস হতে পারে না। তিনি 6 বছরের পরিবর্তে 14 বছরের জন্য বহিষ্কৃত হতে চান ৷ কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, "ভগবান রামও 14 বছরের জন্য নির্বাসনে গিয়েছিলেন।"

এদিন তিনি বলেন, "গত রাতে দলের পক্ষ থেকে আমায় চিঠি দিয়েছে। চিঠিতে কেসি ভেনুগোপাল জানিয়েছেন, আমাকে দল বিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রথমে আমি কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানাই আমাকে দল থেকে মুক্ত করার জন্য। এর সঙ্গেই, আমি তাঁদের জিজ্ঞাসা করতে চাই, পার্টির বিরুদ্ধে কী কর্মকাণ্ড আমি করেছি ?"

প্রমোদ কৃষ্ণম সাংবাদিক সম্মেলনে আরও বলেন, "আমি চাই কংগ্রেস আমায় 6 বছরের পরিবর্তে 14 বছরের জন্য বহিষ্কার করুক। রামকেও 14 বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল ৷" দল-বিরোধী কার্যকলাপের অভিযোগের প্রশ্নে বহিষ্কৃত কংগ্রেস নেতা বলেন, "ভগবান রামের নাম নেওয়া বা অযোধ্যায় যাওয়া বা প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ গ্রহণ করা অথবা শ্রীকল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য নরেন্দ্র মোদীজির সঙ্গে সাক্ষাৎ করা দল বিরোধী কার্যকলাপ ? আমি কংগ্রেসের নেতৃত্বের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই ৷ অবশ্যই জনগণকে তাঁদের বলতে হবে যে, এর মধ্যে কোন কোন বিষয় দল বিরোধী কার্যকলাপের মধ্য়ে পরে।"

এদিন প্রাক্তন কংগ্রেস নেতা বলেন, "কংগ্রেস এমন অনেক সিদ্ধান্ত নিয়েছিল যেগুলির সঙ্গে আমি একমত নই ৷ যেমন অনুচ্ছেদ 370 বাতিলের বিরোধিতা করা ৷ এই বিরোধিতা করা কংগ্রেসের উচিত ছিল না ৷ পাশাপাশি কংগ্রেসের ডিএমকে নেতাদেরও সমর্থন করা উচিত ছিল না। তাঁরা সনাতন ধর্মকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন। আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, রাম ও রাষ্ট্র নিয়ে কোনও আপস করা উচিত নয়। আজ, আমি মুক্ত হয়েছি ৷"

অন্য একটি প্রসঙ্গে প্রমোদ কৃষ্ণম জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, মৃত্যু পর্যন্ত কংগ্রেস ছাড়বেন না। তাই নানা অপমান সত্বেও তিনি দল ছাড়েননি এই একটি কারণেই। তিনি বলেন, "আমি বহু বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছি। রাজেশ পাইলট আমাকে রাজীব গান্ধিজির সঙ্গে দেখা করিয়েছিলেন। আমি তখন তাঁকে বলেছিলাম, মৃত্যু পর্যন্ত কংগ্রেস ছাড়ব না। দল আমাকে অপমান করতে শুরু করেছে। অনেক অপমান সহ্য করেছি, তবুও দল ছাড়িনি।"

(এএনআই)

সম্বল (উত্তরপ্রদেশ), 11 ফেব্রুয়ারি: শৃঙ্খলাহীনতা এবং দল বিরোধী মন্তব্যের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হল আচার্য প্রমোদ কৃষ্ণমকে। এরপর রবিবার পালটা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন আচার্য। তিনি জানান, 'রাম' এবং 'রাষ্ট্র'-কে নিয়ে কোনও আপস হতে পারে না। তিনি 6 বছরের পরিবর্তে 14 বছরের জন্য বহিষ্কৃত হতে চান ৷ কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, "ভগবান রামও 14 বছরের জন্য নির্বাসনে গিয়েছিলেন।"

এদিন তিনি বলেন, "গত রাতে দলের পক্ষ থেকে আমায় চিঠি দিয়েছে। চিঠিতে কেসি ভেনুগোপাল জানিয়েছেন, আমাকে দল বিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রথমে আমি কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানাই আমাকে দল থেকে মুক্ত করার জন্য। এর সঙ্গেই, আমি তাঁদের জিজ্ঞাসা করতে চাই, পার্টির বিরুদ্ধে কী কর্মকাণ্ড আমি করেছি ?"

প্রমোদ কৃষ্ণম সাংবাদিক সম্মেলনে আরও বলেন, "আমি চাই কংগ্রেস আমায় 6 বছরের পরিবর্তে 14 বছরের জন্য বহিষ্কার করুক। রামকেও 14 বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল ৷" দল-বিরোধী কার্যকলাপের অভিযোগের প্রশ্নে বহিষ্কৃত কংগ্রেস নেতা বলেন, "ভগবান রামের নাম নেওয়া বা অযোধ্যায় যাওয়া বা প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ গ্রহণ করা অথবা শ্রীকল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য নরেন্দ্র মোদীজির সঙ্গে সাক্ষাৎ করা দল বিরোধী কার্যকলাপ ? আমি কংগ্রেসের নেতৃত্বের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই ৷ অবশ্যই জনগণকে তাঁদের বলতে হবে যে, এর মধ্যে কোন কোন বিষয় দল বিরোধী কার্যকলাপের মধ্য়ে পরে।"

এদিন প্রাক্তন কংগ্রেস নেতা বলেন, "কংগ্রেস এমন অনেক সিদ্ধান্ত নিয়েছিল যেগুলির সঙ্গে আমি একমত নই ৷ যেমন অনুচ্ছেদ 370 বাতিলের বিরোধিতা করা ৷ এই বিরোধিতা করা কংগ্রেসের উচিত ছিল না ৷ পাশাপাশি কংগ্রেসের ডিএমকে নেতাদেরও সমর্থন করা উচিত ছিল না। তাঁরা সনাতন ধর্মকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন। আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, রাম ও রাষ্ট্র নিয়ে কোনও আপস করা উচিত নয়। আজ, আমি মুক্ত হয়েছি ৷"

অন্য একটি প্রসঙ্গে প্রমোদ কৃষ্ণম জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, মৃত্যু পর্যন্ত কংগ্রেস ছাড়বেন না। তাই নানা অপমান সত্বেও তিনি দল ছাড়েননি এই একটি কারণেই। তিনি বলেন, "আমি বহু বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছি। রাজেশ পাইলট আমাকে রাজীব গান্ধিজির সঙ্গে দেখা করিয়েছিলেন। আমি তখন তাঁকে বলেছিলাম, মৃত্যু পর্যন্ত কংগ্রেস ছাড়ব না। দল আমাকে অপমান করতে শুরু করেছে। অনেক অপমান সহ্য করেছি, তবুও দল ছাড়িনি।"

(এএনআই)

Last Updated : February 11, 2024 at 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.