ETV Bharat / bharat

'যাঁরা আজ নাচছেন, তাঁরা আপশোস করবেন', নির্বাচনী বন্ড নিয়ে বললেন মোদি - Modi on electoral bonds issue

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 11:20 AM IST

Updated : Apr 1, 2024, 1:49 PM IST

PM Modi Remarks on Electoral Bonds: নির্বাচনী বন্ডের জন্য বিজেপি সরকারের কোনও সমস্যা হয়নি ৷ কোনও ধাক্কাও লাগেনি ৷ একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছেন ৷ তাঁকে পালটা আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷

ETV Bharat
নির্বাচনী বন্ড বিতর্ক

নয়াদিল্লি, 1 এপ্রিল: নির্বাচনী বন্ডে তাঁর সরকার ধাক্কা খেয়েছে! রবিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই তত্ত্ব খারিজ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সাফ কথা, কোনও সিস্টেমই একেবারে নিখুঁত নয় ৷ যদি কিছু ভুল-ত্রুটি হয়ে থাকে, সেগুলি ঠিক করে নেওয়া হবে ৷

এরপর সোমবারই বিরোধী দল কংগ্রেস প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে ৷ বিরোধী দলের দাবি, বিজেপি সরকারের দুর্নীতি সামনে এসেছে ৷ তবে দুঃখের বিষয়, এই দুর্নীতি প্রমাণে তেমন কাউকেই পাওয়া যাবে না ৷

এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, নির্বাচনী বন্ড বাতিল হয়েছে ৷ এটা কি বিজেপি সরকারের জন্য ধাক্কা ? এর উত্তরে মোদি বলেন, "আমাকে বলুন, একে বড় ধাক্কা হিসেবে দেখব কেন ? আমরা এমন কী করেছি ? আমার দৃঢ় বিশ্বাস, যাঁরা এই (নির্বাচনী বন্ড) নিয়ে নাচানাচি করছেন, তাঁদের কিন্তু অনুশোচনা করতে হবে ৷"

তিনি জোর দিয়ে জানান, বিজেপি সরকারের ইলেক্টোরাল বন্ড সিস্টেমের জন্যই অনুদানের উৎস এবং উপভোক্তার নাম-পরিচয় জানা সম্ভব হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় এসেছে 2014 সালে ৷ তার আগে পর্যন্ত এই তথ্য কেউ বলতে পারত ? পালটা প্রশ্ন তুলেছেন মোদি ৷ সমস্যা থাকলে তা শুধরে নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "কোনও সিস্টেমই একেবারে ঠিকঠাক হয় না ৷ সেখানে কিছু ভুল-ত্রুটি থাকতে পারে ৷ সেগুলি পরে শুধরে নেওয়া যাবে ৷"

15 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অংসাবিধানিক বলে ঘোষণা করে ৷ পাশাপাশি নির্বাচনী বন্ড সংক্রান্ত সব তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেয় ৷ এরপরই বিরোধী শিবির বিজেপিকে আক্রমণ করতে থাকে ৷ প্রকাশিত তথ্য অনুযায়ী, এমন বহু কোম্পানি, যাদের বিরুদ্ধে কোনও না কোনও মামলা চলছে, তারা এই বন্ড কিনে রাজনৈতিক দলগুলিকে অনুদান দিয়েছে ৷ স্বভাবত, লোকসভা নির্বাচনে এই ইস্যুকে হাতিয়ার করেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ৷

ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সবকিছু নিয়ে রাজনীতি করা ঠিক নয় ৷ তিনি আরও জানান, তিনি দেশের জন্য কাজ করছেন ৷ আর তামিলনাড়ু দেশের বড় শক্তি ৷ মোদি বলেন, "আমি একজন রাজনৈতিক নেতা, তাই শুধুমাত্র ভোট জেতার কারণেই কাজ করব, এটা হতে পারে না ৷ তামিলনাড়ু একটি সম্ভাবনাময় রাজ্য, তা নষ্ট হওয়া উচিত নয় ৷"

এরপরই কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বর্ষীয়ান সাংসদ জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় মোদিকে কড়া আক্রমণ করেন ৷ তিনি লেখেন, "প্রতিদিন প্রধানমন্ত্রী ভণ্ডামির নতুন নতুন উচ্চতায় পৌঁছচ্ছেন ৷ তিনি তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে দেশের সঙ্গে মিথ্যাচার করেছেন ৷ তিনি বলেছেন, তিনি ইলেক্টোরাল বন্ড চালু করেছেন ৷ তাই কোথা থেকে কী অনুদান আসছে, কীভাবে তা ব্যবহার হচ্ছে- এই সব তথ্য জানা গিয়েছে ৷ কিন্তু ইলেক্টোরাল বন্ড স্কিমে সবার পরিচয় লুকিয়ে রাখা হয়েছিল ৷ অন্যভাবে বলতে গেলে মোদি জনসাধারণের থেকে এই সব তথ্য লুকিয়ে রাখতে চেয়েছিলেন ৷"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে নির্বাচনী বন্ড বিতর্কে ঘি প্রভাকরের, রইল নানা মুনির মতামত
  2. নির্বাচনী বন্ড: বিজেপি পেয়েছে প্রায় 7 হাজার কোটি, দলগুলির দেওয়া খামবন্দি তথ্যও প্রকাশ কমিশনের
  3. লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের
Last Updated :Apr 1, 2024, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.