ETV Bharat / bharat

যাই খান বমি হয়ে যায়, 12 বছর ধরে জল খেয়ে রয়েছেন শান্তিলতা - Survives Without Food

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 2:13 PM IST

Woman Survives Without Food: শুনে গল্প মনে হলেও, এই সত্যি ঘটনা অবাক করবে আপনাকে ৷ ওড়িশার 47 বছর বয়সি এক মহিলা কেবল জল খেয়ে বেঁচে রয়েছেন ৷ এভাবে কি সম্ভব ? চিকিৎসক কী বলছেন ?
Odisha News , না খেয়ে বেঁচে রয়েছেন মহিলা
35 বছর ধরে না খেয়ে বেঁচে রয়েছেন শান্তিলতা জেনা

খাবার না খেয়ে বেঁচে থাকা নিয়ে চিকিৎসকের বক্তব্য

বালাসোর, 16 এপ্রিল: এটা রূপকথার গল্প নয়, বাস্তবতা ৷ ভারী খাবার ছাড়া কেবল জল পান করে বেঁচে রয়েছেন একজন 47 বছর বয়সি মহিলা ৷ জানলে অবাক হবেন এই মহিলা 35 বছর ধরে এভাবেই বেঁচে রয়েছেন ৷

ওড়িশার বালাসোর জেলার বাহানাগা ব্লকের আশিমিলা গ্রামের বছর 47-এর ওই মহিলার নাম শান্তিলতা জেনা ৷ গত 35 বছর ধরে খাবার না খেয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি ।

12 বছর বয়স থেকেই ভারী খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন । শুধু জল খেয়ে বেঁচে রয়েছেন তিনি । চা বা জুস পান করলে বমি হয় তাঁর । যাইহোক, তিনি অনেক বছর ধরে সুস্থ জীবনযাপন করছেন ৷

শান্তিলতার বয়স যখন মাত্র 12 বছর, তখন তাঁর মা তাকে যাই খাওয়াতেন বমি হত । মেয়ের অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা । শান্তিলতাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে ৷ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ভারী খাবার নয় ৷ তাঁর শরীরের জন্য উপযোগী তরল খাবার । সেদিনের পর থেকে শান্তিলতা কোনও ভারী খাবার খাননি । এমনকি জুস, চা বা বিস্কুট খেলেও সঙ্গে সঙ্গে তাঁর বমি হয়ে যায় ৷

শৈশবে ডাক্তারের কাছ থেকে ফিরে শান্তিলতা বাড়িতে থাকা শনিদেবের পুজো করা শুরু করেন ৷ সেই দিন থেকেই খাওয়া বন্ধ করে দেন ।

সত্যিই কি এভাবে কেউ বেঁচে থাকতে পারে ? বিষয়টি নিয়ে জানার জন্য ইটিভি ভারত আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ শান্তনু দাসের সঙ্গে যোগাযোগ করে ৷ ঘটনাটি বিশ্লেষণ করার পরে ডাক্তার বলেন, "একজন মানুষ শুধুমাত্র জল পান করে বেঁচে থাকতে পারে ৷ তবে তা কেবল কয়েকদিনের জন্য ৷ এত বছর ধরে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয় । চা, জুস বা কিছু খাবার খেয়ে বমি করলেও তার শরীরে কিছু অংশ থেকে যায় । চায়ের দুধ, চিনি থেকে পুষ্টি এবং ফলের রস তাঁর শরীরে পাওয়া গিয়েছে । যা একজন মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে । ফলে তিনি সুস্থ জীবনযাপন করলেও তার প্রয়োজনীয় শারীরিক বৃদ্ধি হয়নি ।"

চিকিৎসকরা বৈজ্ঞানিক কারণ দেখালেও শান্তিলতা ও তাঁর পরিবার অবশ্য মনে করেন শনিদেবের আশীর্বাদেই বেঁচে রয়েছেন তাঁদের মেয়ে ৷

আরও পড়ুন :

  1. এই সব আয়ুর্বেদিক ভেষজ প্রচণ্ড গরমে আপনার শরীরকে ঠান্ডা রাখবে
  2. গরমে খাবার নিয়ে বেপরোয়া হলেই বিপদ ! তালিকা থেকে কী কী বাদ দেবেন ? জানালেন পুষ্টিবিদ
  3. বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান প্রোটিন খাবার, পাতে রাখতে পারেন এইগুলি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.