ETV Bharat / bharat

ছত্তিশগড় এনকাউন্টার, বিজাপুরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে 9 নকশাল নিহত - Chhattisgarh Naxal Encounter

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 4:30 PM IST

Bijapur Naxal Encounter
ছত্তিশগড় এনকাউন্টার

Bijapur Naxal Encounter: ছত্তিশগড়ের নকশাল প্রভাবিত বিজাপুরে নিরাপত্তা বাহিনী আর নকশালদের মধ্যে গুলির লড়াইয়ে 9 জন নকশাল নিহত হয়েছে । বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব এই এনকাউন্টারের খবর জানিয়েছেন।

বিজাপুর, 2 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগে বিজাপুরে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী । বিজাপুর জেলার গঙ্গালুর থানা এলাকায় পুলিশ ও নকশালদের মধ্যে এনকাউন্টার হয়েছে। এতে 9 নকশালবাদী নিহত হয়েছে। কোরচোলি ও লেন্দ্রার জঙ্গলে এই সংঘর্ষ হয়। পুলিশ এখনও জঙ্গলে অবস্থান করছে। বিজাপুরের এসপি জিতেন্দ্র যাদব এই এনকাউন্টারের কথা জানিয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ডিআরজি, সিআরপিএফ-এর কোবরা ব্যাটালিয়ন এবং বাস্তার যোদ্ধাদের একটি যৌথবাহিনী, বস্তারিয়া ব্যাটালিয়ন, এসটিএফ এবং সিএএফ কর্মীরা একত্রে নকশাল-বিরোধী অভিযানে সামিল হয় । এদিন সকাল 6 টায় তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনী কোরচলি এবং লেন্দ্রার জঙ্গলে পৌঁছয় । এরপর গঙ্গালুর এরিয়া কমিটির নকশালরা নিরাপত্তা বাহিনিদের লক্ষ্য করে গুলি চালায় । পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনির জওয়ানরাও ৷

এই এনকাউন্টারে 9 নকশালবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, ঘটনাস্থল থেকে ইনসাস এলএমজি রাইফেল, একে 47-এর মতো স্বয়ংক্রিয় অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ-সহ দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রও উদ্ধার হয়েছে । পুলিশ জানায়, সকাল 6টা থেকে এনকাউন্টার চলেছে । এনকাউন্টারে আরও অনেক নকশালবাদীর আহত হওয়ার আশঙ্কা রয়েছে । এনকাউন্টারে জড়িত কোনও জওয়ানের আহত হওয়ার খবর মেলেনি ।

বিজাপুরের এএসপি চন্দ্রকান্ত গাবরা বলেন, "নিহত নকশালদের এখনও শনাক্ত করা যায়নি । নকশালদের শনাক্ত করার পরই জানা যাবে এই এনকাউন্টারে এমন কোনও নকশাল আছে কি না, যার নামে পুরস্কার রয়েছে ।" নির্বাচনের বছরে বিজাপুরে লাগাতার নকশাল কার্যকলাপের ঘটনা ঘটছে । বিজাপুর বস্তার লোকসভা কেন্দ্রের অধীনে পড়ে । প্রথম দফায় অর্থাৎ 19 এপ্রিল বস্তার লোকসভা আসনে ভোট হওয়ার কথা ।

ছত্তিশগড়ে বড় নকশাল অভিযান:

  • 3 ফেব্রুয়ারি 2024: নারায়ণপুরে 2 নকশালবাদী নিহত ৷
  • 7 ফেব্রুয়ারি 2024: বিজাপুরে 4 নকশালবাদী নিহত ৷
  • 24 ডিসেম্বর 2023: দান্তেওয়াড়া সুকমা সীমান্তে 3 নকশালবাদী খতম ।
  • 21 অক্টোবর 2023: কাঙ্কেরের কয়লিবেদাতে ২ নকশাল নিহত ।
  • 20 সেপ্টেম্বর 2023: দান্তেওয়াড়ায় 2 মহিলা নকশালবাদী নিহত ।
  • 23 ডিসেম্বর 2022: বিজাপুর ও মহারাষ্ট্রের সীমান্তে 2 নকশাল খতম ।
  • 20 ডিসেম্বর 2022: বিজাপুরের তিমেনারের জঙ্গলে একজন নকশালবাদী নিহত ।
  • 26 নভেম্বর 2022: বিজাপুরে 4 নকশাল নিহত ।
  • 15 নভেম্বর 2021: নারায়ণপুরে 'মোস্ট ওয়ান্টেড' নকশাল কমান্ডার নিহত ।
  • 31 অক্টোবর 2022: কাঙ্কেরে খতম 2 মাওবাদী ।
  • 3 অগস্ট 2019: রাজনান্দগাঁও মহারাষ্ট্র সীমান্তে 7 জন নকশালবাদী নিহত ।
  • 27 নভেম্বর 2014: সুকমায় 15 নকশাল নিহত, আহত আরও 25 জন নকশালী ।
  • 16 এপ্রিল 2013: বস্তারে 10 মাওবাদী নিহত ।
  • 29 জুন 2012: দান্তেওয়াড়ায় এক মহিলা নকশালী সহ 20 জন নকশালবাদী নিহত ।
  • 10 জুলাই 2007: দান্তেওয়াড়া জঙ্গলে 20 জন মাওবাদী নিহত ৷

আরও পড়ুন:

প্রাণ বাঁচাতে দেশীয় বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করছে মাওবাদীরা

40 বছর পর উড়ল তেরঙা, মোস্ট ওয়ান্টেড হিডমার গ্রামে ক্যাম্প গড়ল নিরাপত্তা বাহিনী

কান্ধমালে খতম শীর্ষ মাওবাদী নেতা, তীব্র গুলির লড়াইয়ে জখম জওয়ান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.