ETV Bharat / bharat

তিন দশকের পুরনো মামলায় মুখতার আনসারির যাবজ্জীবন

author img

By PTI

Published : Mar 13, 2024, 6:06 PM IST

Mukhtar Ansari
Mukhtar Ansari

Mukhtar Ansari: গ্যাংস্টার-রাজনীতিক মুখতার আনসারির যাবজ্জীবন সাজা ৷ তিন দশকের পুরনো মামলায় তাঁকে বুধবার এই সাজা দিয়েছে বিশেষ এমপি-এমএলএ কোর্ট ৷ আনসারির বিরুদ্ধে 60টিরও বেশি মামলা রয়েছে ৷

বারাণসী, 13 মার্চ: তিন দশকের পুরনো একটি মামলায় সাজা হল গ্যাংস্টার মুখতার আনসারির ৷ বুধবার এই সাজা দিয়েছে বারাণসীর একটি বিশেষ আদালত ৷ আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্স রাখার দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত ৷ জেলার সরকারি আইনজীবী বিনয় সিং জানিয়েছেন যে মুখতার আনসারির বিরুদ্ধে এই রায় দিয়েছেন বিশেষ এমপি-এমএলএ কোর্টের বিচারক অবনীশ গৌতম ৷

তিনি আরও জানান, 1990 সালের ডিসেম্বর মাসে মুখতার আনসারির বিরুদ্ধে এই মামলা দায়ের হয় ৷ সেই সময় মামলা দায়ের হয়েছিল উত্তরপ্রদেশের গাজিপুর জেলার মহম্মদাবাদ থানায় ৷ সেখানে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ ভারতীয় দণ্ডবিধির 467 (জালিয়াতি), 468 (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) ও 120B (অপরাধী ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের হয় ৷ সেই মামলাতেই দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ৷

আদালত যখন এই মামলায় সাজা ঘোষণা করছে, সেই সময় সেখানে স্বশরীরে উপস্থিত ছিলেন না মুখতার আনসারি ৷ তাঁকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হয় ৷ তিনি আপাতত উত্তরপ্রদেশের বান্দা জেলে বন্দি ৷ সেই জেল থেকেই তাঁকে এজলাসে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যেম হাজির করা হয়েছিল বলে বিনয় সিং জানিয়েছেন ৷

উল্লেখ্য, এই গ্যাংস্টারের বিরুদ্ধে উত্তরপ্রদেশ, পঞ্জাব, নয়াদিল্লি ও অন্যান্য রাজ্যের বিভিন্ন থানায় কমবেশি 60টি মামলা দায়ের হয়ে রয়েছে ৷ যার মধ্যে মাত্র সাতটিতে তিনি সাজা পেয়েছেন৷ বাকি সব মামলাই বিচারাধীন ৷

60 বছর বয়সী এই গ্যাংস্টার পরে রাজনীতিতে আসেন ৷ 1996 সালে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়াই করেন বহুজন সমাজ পার্টির হয়ে ৷ ভোটে জিতে বিধায়ক হন৷ এর পর আরও চারবার ওই কেন্দ্র থেকে জিতেছেন ৷ তবে 2002 ও 2007 এ তিনি নির্দল প্রার্থী হিসেবে জেতেন ৷ আবার 2012-তে তিনি জয়ী হন কায়ামি একতা দলের হয়ে ৷ 2017 সালে তিনি আবার বিএসপি-র টিকিটে জিতে বিধায়ক হন ৷ এখন আর তিনি বিধায়ক নন ৷ তবে এখন তিনি সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সদস্য ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. গ্যাংস্টার মুখতার ও ছেলে আব্বাসের লক্ষাধিক টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
  2. কড়া নিরাপত্তায় 'লেডি ডন' অনুরাধা চৌধুরির সঙ্গে বিয়ে হল গ্যাংস্টার কালা জাঠেরির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.