ETV Bharat / bharat

Money Laundering Case: গ্যাংস্টার মুখতার ও ছেলে আব্বাসের লক্ষাধিক টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 1:58 PM IST

আর্থিক তছরুপের মামলায় উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মুখতার আনসারি এবং তাঁর ছেলে আব্বাসের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ৷

ED seizes property
উত্তরপ্রদেশের গ্যাংস্টার মুখতার

লখনউ, 15 অক্টোবর: আর্থিক তছরুপের মামলার তদন্তে নেমে উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মুখতার আনসারি এবং তাঁর ছেলে আব্বাসের বিরাট অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ আনুমানিক 73.43 লক্ষ টাকা। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে ৷ তাতে বলা হয়েছে, আব্বাসের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাজিপুরে অবস্থিত 1538 বর্গফুট জমি এবং তার ওপর নির্মিত বাণিজ্যিক ভবন । এর পাশাপাশি জাহাঙ্গিরাবাদ মৌজার 6020 বর্গফুট জমির একটি প্লটও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

ইডির অভিযোগ, সরকারি হিসেব অনুযায়ী এই সম্পত্তিগুলির প্রকৃত মূল্য কমবেশি 6.23 কোটি টাকা ৷ তবে সম্পত্তিগুলি আব্বাস মাত্র 71.94 লক্ষ টাকা খরচ করে অধিগ্রহণ করেছিলেন। ইডি আরও বলেছে যে তারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) 2002-এর অধীনে মুখতারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। মুখতার এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ একাধিক এফআইআর দায়ের করেছে ৷ তার উপর ভিত্তি করে ইডি আর্থিক তছরুপের মামলাটি করেছে । এবার মুখতারদের মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

আরও পড়ুন: যোগীরাজ্যে কোর্টের ভিতরেই চলল গুলি, নিহত আনসারি-ঘনিষ্ঠ গ্যাংস্টার

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করেছে, মুখতার এবং তাঁর পরিবারের সদস্যরা সরকারি জমি দখল করে গুদাম তৈরি করেছেন । গুদামটি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ভাড়া নিয়েছিল। ভাড়াটি মুখতারের পরিবারের সদস্যদের দেওয়া হয়েছিল। এর আগে ইডি মুখতারের স্ত্রী আফশান আনসারির মালিকানাধীন উত্তরপ্রদেশের মৌ এবং জালাউন জেলায় জমির প্লট-সহ 1.5 কোটি টাকার মূল্য-সহ সাতটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ৷ মুখতার এবং তাঁর আত্মীয়দের দ্বারা নিয়ন্ত্রিত হয় বিকাশ কনস্ট্রাকশনের ফার্ম। মুখতার আনসারি, ছেলে আব্বাস ও তাঁর শ্যালক আতিফ রাজাকে ইডি গ্রেফতার করেছে ৷ তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে। ইডি এই তিনজনের বিরুদ্ধে বিশেষ পিএমএলএ আদালতে চার্জশিট দাখিল করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.