ETV Bharat / bharat

3 দিন স্ত্রীর দেহের সঙ্গে বন্ধ ঘরে ব্যক্তি, ভুবনেশ্বরের ঘটনায় চাঞ্চল্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 1:56 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Bhubaneswar Murder Case: মদ্যপ অবস্থায় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ এমনকি খুনের পর, তিনদিন স্ত্রীর দেহ আগলে রইলেন অভিযুক্ত ৷ ভুবনেশ্বরের ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

ভুবনেশ্বর, 15 মার্চ: তিনদিন ধরে স্ত্রীর রক্তাক্ত দেহ আগলে বসে থাকলেন এক ব্যক্তি ৷ দুর্গন্ধ বেরতেই প্রতিবেশীরা পুলিশে অভিযোগ জানালে, সামনে আসে পুরো ঘটনা ৷ অভিযোগ মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি স্ত্রীকে কাঠের তক্তা দিয়ে পিটিয়ে খুন করেছেন ৷ গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে ৷ অভিযুক্ত তাঁর স্ত্রীকে খুনের অভিযোগ স্বীকার করেছেন ৷

ভুবনেশ্বরের তারিণি নগরের বাসিন্দা গোলাখ জেনা এবং তাঁর স্ত্রী রিনা জেনা ৷ পেশায় দু’জনেই শ্রমিকের কাজ করেন ৷ তাঁদের তিন সন্তানও রয়েছে ৷ জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দু’জনেই মদ্যপান করতেন ৷ এমনকি প্রায়ই বাড়িতে অশান্তি চলত তাঁদের ৷ বিশেষত, গোলাখ জেনা বেশি মদ্যপান করতেন ৷ এই পরিস্থিতিতে গত মঙ্গলবারও দু’জনের রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরেন ৷ সেই রাতেও দু’জনের মধ্যে অশান্তিও হয় ৷ কিন্তু, তারপর থেকে তিনদিন সব চুপচাপ ছিল ৷

তবে, এতে বিশেষ কেউ গা করেননি ৷ কিন্তু, আজ সকালে প্রতিবেশীরা হঠাৎই জেনাদের বাড়ি থেকে বিকট দুর্গন্ধ পান ৷ তারা দ্রুত স্থানীয় মৈত্রী বিহার থানায় খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ৷ তারা ঘরে ঢুকে দেখেন, রক্তাক্ত অবস্থায় এক মহিলা মাটিতে পড়ে আছেন ৷ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে স্ত্রী রিনা জেনার সঙ্গে অশান্তি সময়, তাঁর মাথায় কাঠের তক্তা দিয়ে আঘাত করেন গোলাখ ৷ তবে, একবার নয়, একাধিকবার রিনা জেনাকে কাঠের তক্তা দিয়ে আঘাত করা হয় ৷ তৎক্ষণাত সেখানে মৃত্যু হয় রিনার ৷

পুলিশের কাছে স্ত্রীকে খুনের অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত গোলাখ জেনা ৷ তবে, স্ত্রীর দেহ ঘরের মধ্যে তিনদিন ধরে ফেলে রাখার ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ মনে করা হচ্ছে, হঠাৎ করে রাগের মাথায় স্ত্রীকে খুন করার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি গোলাখ ৷ তবে, ঘটনার সময় তাঁদের তিন সন্তান কোথায় ছিল ? তাদের কোনও সাড়া শব্দ কেন পাওয়া যায়নি ? এমন নানান প্রশ্ন উঠছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. অস্ট্রেলিয়ায় ডাস্টবিনে উদ্ধার ভারতীয় মহিলার দেহ, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
  2. নিমতায় খুন কলকাতার ব্যবসায়ী, বস্তাবন্দি দেহ পুঁতে তোলা হয়েছিল পাঁচিল
  3. স্ত্রীকে খুন করে 100 ডায়াল, পুলিশের কাছে ধরা দিল অভিযুক্ত স্বামী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.