ETV Bharat / bharat

মানবিক মুখ, ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজকে সাহায্য ভারতীয় নৌ সেনার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 8:05 PM IST

Indian Navy: একটি ইরানি মাছ ধরার জাহাজ অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছিল ৷ ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে সহায়তা চাওয়া হয় ৷ সেই ডাকে সাড়া দিয়ে জাহাজের সদস্যদের চিকিৎসা পরিষেবা ও ক্ষতিগ্রস্ত জাহাজটিকে মেরামত করে দিল নৌসেনা ৷

Indian Navy
ভারতীয় নোবাহিনী

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: ফের ভারতীয় নৌবাহিনীর মানবিক রূপ প্রকাশ পেল ৷ ঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইরানের মাছ ধরার জাহাজকে ৷ এর ফলে প্রাণে বাঁচলেন ওই জাহাজে থাকা ছ'জন সদস্য ৷ ভারতীয় নৌবাহিনী ইরানি মাছ ধরার জাহাজের মেরামতের কাজ করে। পাশাপাশি সেখানে থাকা তিনজনকে চিকিৎসায় সাহায্যও করে ৷ নৌবাহিনী তরফে সোমবার এমনটাই জানানো হয়েছে ।

জানা গিয়েছে, ইরানি মাছ ধরার জাহাজ 'আমিন' 6 জন ক্রু নিয়ে ডুকমের পূর্বে যাচ্ছিল ৷ সেসময় একটি বাণ্যিজিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় ৷ সেই কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় ইরানি জাহাজটি । জল ঢুকতে শুরু করে জাহাজে ৷ যোগাযোগ করা হয় ভারতীয় নৌবাহীনীর সঙ্গে ৷ ভারতীয় নৈবাহিনী ফিশিং ভেসেলের ডাকে সাড়া দেয় এবং সামুদ্রিক নিরাপত্তা অপারেশনের জন্য উত্তর আরব সাগরে মোতায়েন থাকা ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ সেখানে পৌঁছয় ৷ ইরানি জাহাজটিকে মেরামত করে পুনরায় ছাড়ার জন্য প্রস্তুত করে ৷

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, আহত 3 ক্রু সদস্যকেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে । ভারতীয় নৌবাহিনীর নিরলস এবং অবিরাম প্রচেষ্টা এই অঞ্চলে আসা সমস্ত জাহাজ এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করে । ভারতীয় নৌবাহিনী এক্স পোস্টে লিখেছে,"ভারতীয় নৌবাহিনী ইরানি মাছ ধরার জাহাজকে সহায়তা করে মেরামত করে দিয়েছে ৷ পাশাপাশি চিকিৎসা সহায়তা প্রদান করে । ডুকমের পূর্বে এফভি আমিনের একটি বাণ্যিজিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় ৷ যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানি জাহাজটি বলে অভিযোগ ।"

জানুয়ারির শুরুতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনমের অগ্নিনির্বাপক দল সফলভাবে বাণিজ্যিক জাহাজ মার্লিন লুয়ান্ডায় আগুন নিয়ন্ত্রণে আনে । গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনতে এমভির ক্রুদের সঙ্গে ছিল । ভারতীয় নৌবাহিনীর ওই ঘটনার ভিজ্যুয়ালও শেয়ার করেছিল ৷ তাতে দেখা যায়, দমকলকর্মীরা বাণ্যিজিক জাহাজে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ৷

আরও পড়ুন:

  1. আরব সাগরে সোমালি জলদস্যুদের জাহাজ হাইজ্যাকের চেষ্টা, ঘটনাস্থলে পৌঁছে লড়াই শুরু ভারতীয় নৌসেনার
  2. সোমালিয়ায় অপহৃত মালবাহী জাহাজে 15 ভারতীয়, নজর রাখছে নৌসেনা
  3. ভারতীয় সংস্কৃতি অনুসারে নৌবাহিনীর পদের নামকরণ হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.