ETV Bharat / bharat

সীমান্তে পর্যটকদের আনাগোনা বাড়াতে হোম-স্টে চালু জম্মু ও কাশ্মীরের সাম্বায়

author img

By PTI

Published : Feb 28, 2024, 4:44 PM IST

Homestays in Samba: জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে গুলমার্গে অনেকেই ঘুরতে যান ৷ তবে এবার ঘুরে আসতে পারেন সাম্বা জেলা থেকে ৷ এখানে চালু হয়েছে হোমস্টে ৷ সাম্বাতে দেখতে পাবেন চামলিয়াল মন্দির, বামু চক, বাবা বালি করণ এবং বাবা সিধ গোরিয়া মাজার ৷

Homestays in Samba
হোমস্টে চালু জম্মু ও কাশ্মীরের সাম্বায়

সাম্বা (জম্মু ও কাশ্মীর), 28 ফেব্রুয়ারি: পর্যটকদের আপ্যায়ণ করতে তৈরি জম্মু ও কাশ্মীরের সাম্বা ৷ জেলার আন্তর্জাতিক সীমান্তে (আইবি) হোম-স্টে চালু করেছেন প্রাক্তন গ্রামপ্রধান মোহন সিং ভাট্টি ৷ জম্মু-কাশ্মীর প্রশাসন সম্প্রতি সীমান্তে পর্যটন ব্যবস্থাকে প্রসারিত করার জন্য রামগড় সেক্টরের বিখ্যাত বাবা চামলিয়াল মন্দিরের কাছাকাছি এলাকায় হোম-স্টে নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে ।

ভারত-পাকিস্তান বন্ধুত্বের প্রতীক হিসাবে বিবেচিত হয় 'জিরো লাইন' বা শূন্য রেখায় অবস্থিত বাবা চামলিয়ালের বিখ্যাত মন্দিরটি ৷ দেশ-বিদেশের হাজার হাজার ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই স্থানটি ৷ বিশেষ করে বছরের মাঝামাঝি বার্ষিক মেলা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে। শুধু ভারত নয়, এমনকী পাকিস্তান থেকে বহু মানুষ বার্ষিক মেলার সময় মাজারে প্রার্থনা করতে আসে ৷

তবে 13 জুন 2018 সালে সীমান্তে গুলিবর্ষণের ঘটনা ঘটে ৷ তাতে একজন সহকারী কমান্ড্যান্ট-সহ চার বিএসএফ জওয়ানের মৃত্যু হয় ৷ এই ঘটনার পর থেকে এই মন্দিরে পাকিস্তানিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় । গত বছর 8 নভেম্বর মধ্য রাতে রামগড় সেক্টরে পাকিস্তান রেঞ্জার্সের গুলিতে আরও এক বিএসএফ জওয়ানের প্রাণ যায় ৷

মোহন সিং ভাট্টি ফাতওয়ালের দাঘ চান্নি গ্রামে একটি দোতলা হোম-স্টে তৈরি করেছেন ৷ এই হোম-স্টে'র নীচে একটি সুসজ্জিত বাঙ্কারও রয়েছে ৷ দর্শকরা সীমান্তে বসবাসের অনুভূতি যাতে সঞ্চয় করতে পারে তাই এই ব্যবস্থা ৷ পাশাপাশি নিরাপত্তার কথা মাথায় রেখে এই বাঙ্কার তৈরি করা হয়েছে ৷ সীমান্তের ওপার থেকে গোলাগুলি বা যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে পর্যটকদের বাঁচাবে এই বাঙ্কার ৷

তবে সীমান্ত পরিদর্শনে সবকিছু দেখা গেলেও বাঙ্কারটি দেখা যাবে না ৷ এটি কেবল আন্তঃসীমান্ত গোলাগুলির সময় ব্যবহার করা হবে । যিনি এই বাঙ্কারটি দেখেননি (সীমান্ত পরিদর্শনের সময়) তিনি কিছুই দেখেননি ৷ এমনটাই প্রাক্তন গ্রামপ্রধান পিটিআইকে বলেছেন । তাঁর কথায়, ওপার থেকে গুলিবর্ষণ হলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই ভূগর্ভস্থ বাঙ্কারও নির্মাণ করেছি । প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী যেমন বলেছিলেন, "আমরা আমাদের প্রতিবেশীকে বদলাতে পারি না ৷ কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাতে আটকে না-পড়ি তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ।"

সাম্বা জেলার ডেপুটি কমিশনার অভিষেক শর্মা বলেছেন, "জেলায় 55 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত বরাবর অনেকগুলি জায়গা রয়েছে ৷ এই জায়গাগুলি প্রচুর পরিমাণে পর্যটকদের আকর্ষণ করতে পারে ৷ যেমন চামলিয়াল মন্দির, 300 বছরের পুরানো মন্দির বামু চক, বাবা বালি করণ এবং বাবা সিধ গোরিয়া মাজার প্রমুখ ৷ কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন উভয়ই সীমান্ত পর্যটকদের আকর্ষণ করতে উদ্যোগ নিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. ইগলুতে থাকতে চান? লাগবে না পাসপোর্ট; ভারতেই রয়েছে এমন জায়গা
  2. মেয়ে ও স্ত্রী'কে নিয়ে ভূস্বর্গে সচিন, সেখানেও হাতে দেখা গেল ব্যাট-বল
  3. কাশ্মীর তুষার চাদরে ঢাকতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস পর্যটকদের, ভূস্বর্গের রূপ দেখে চোখ স্বার্থক করুন আপনিও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.