ETV Bharat / bharat

দিল্লি নর্থ ব্লকে বোমা ! হুমকি-মেলকে 'ভুয়ো' ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক - Bomb Threat in North Block

author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 7:49 PM IST

Bomb Threat in In New Delhi: স্কুল, বিমানবন্দরের পর এবার খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ে বোমা হুমকির মেল এল ৷ ঘটনাস্থলে পৌঁছল কুকুর, পুলিশ ও বোম্ব স্কোয়াড ৷

Bomb threat email in North Block
দিল্লির নর্থ ব্লকে বোমা হুমকির মেল (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 22 মে: এবার খোদ রাজধানীর নর্থ ব্লকে বোমা হুমকির মেল ৷ এই ব্লকে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয় ৷ বুধবার বেলা সাড়ে 3টে নাগাদ এই মেল আসে দিল্লির নর্থ ব্লকে ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, খবর পাওয়া মাত্র বোম্ব ডিজপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনী নর্থ ব্লকে ছুটে যায় ৷

দিল্লির দমকল বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, বোম্ব ডিজপোজাল স্কোয়াড, পুলিশ এবং দমকল বাহিনীর আধিকারিকদের সঙ্গে ডগ স্কোয়াডও পৌঁছেছে ৷ এলাকায় তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে কোথাও কিছুই পাওয়া যায়নি ৷ এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একে ভুয়ো বোমা হুমকি বলে ঘোষণা করা হয় ৷

পুলিশ সূত্রের খবর, নর্থ ব্লকে কর্তব্যরত এক আধিকারিকের কাছে এই বোমা হুমকির মেল আসে ৷ এরপরই দিল্লির দমকল বাহিনীর কাছে ফোন করা হয় ৷ এর কয়েকদিন আগে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে এমনই বোমা হুমকির মেল এসেছিল ৷ পাশাপাশি রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালেও এই বোমা হুমকির মেল পাঠানো হয় ৷

মে মাসের শুরুর দিকে দিল্লি-এনসিআরের বেশ কয়েকটি স্কুলে বোমা হুমকির মেল এসেছিল ৷ পরে অবশ্য স্কুলের কোথাও বোম পাওয়া যায়নি ৷ দিল্লির পর বোমাতঙ্ক ছড়ায় রাজস্থানের জয়পুরের কয়েকটি স্কুলে ৷ কমপক্ষে 6টি স্কুলে ইমেলের বোমা হামলার হুমকি পাঠানো হয় ৷ স্কুলের প্রিন্সিপালের কাছে আসে এই মেলগুলি ৷ এরপরই বিদ্যালয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । হুমকি ইমেল পাওয়ার পর স্কুলের তরফে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থলে আসে পুলিশ, ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডও । সব স্কুল থেকে পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । স্কুল চত্বরে তল্লাশি অভিযান চলেছে ।

আরও পড়ুন:

  1. রেজিনগরের পর বেলডাঙা, ভোটের আবহে ফের বোমা বিস্ফোরণ ! উড়ল বাড়ির চাল
  2. কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, শুরু চিরুনি তল্লাশি
  3. কলকাতা বিমানবন্দরে বোমা ! হুমকি মেল পেয়ে তল্লাশি শুরু সিআইএসএফের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.