ETV Bharat / state

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, শুরু চিরুনি তল্লাশি - Kolkata International Airport

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 2:08 PM IST

Updated : Apr 29, 2024, 5:22 PM IST

Bomb Threat at Kolkata Airport
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

Bomb Threat at Kolkata Airport: শুক্রবারের পর সোমবারও একই ঘটনার পুনরাবৃত্তি ৷ বোমা রাখার হুমকি মেল পেল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে সিআইএসএফ জওয়ানরা ৷

বিমানবন্দরে ফের বোমাতঙ্ক

কলকাতা, 29 এপ্রিল: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বোমাতঙ্ক ৷ বিমানবন্দরের ভিতরে রাখা আছে বোমা ৷ সোমবার সকালে এমনই এক হুমকি মেল আসে ম্যানেজারের কাছে ৷ মেলটি পাওয়ার পর তৎক্ষণাৎ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে সিআইএসএফ জওয়ানরা ৷ চিরুনি তল্লাশি চলছে বিমানবন্দরের আনাচে কানাচে ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ৷ তদন্তের জন্য নামানো হয়েছে স্নিফার ডগ ৷

ঘটনাচক্রে গত শুক্রবার এমনই এক হুমকি মেল আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ৷ সোমবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই ঘটনা প্রসঙ্গে বৈঠক শুরু করেছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা ।

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের দিন একটি হুমকি মেল ঘিরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ মেল পাওয়ার সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াড ডেকে তদন্ত শুরু করেন বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ যাত্রীদের ওয়েটিং রুমে তল্লাশি চালানো হয় ৷ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা ৷ শুরু হয় প্রতিটি সিসিটিভি খতিয়ে দেখার কাজ ৷ প্রতিটি ব্যাগ বা জিনিসপত্র খতিয়ে দেখা হয় ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তিন দিনের মধ্যে ফের হুমকি মেল চিন্তা বাড়িয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের ৷ কোনও ব্যক্তি নাকি কোনও জঙ্গি সংগঠনের কাজ, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

ঘটনাচক্রে সোমবার বোমা হামলার হুমকি মেল পাঠানো হয় জয়পুর বিমানবন্দর কর্তৃপক্ষকে ৷ মেলে 'সর্বোচ্চ ক্ষতি'র হুমকি দেওয়া হয় ৷ বিমানে 3টি বিস্ফোরক বসানো হবে বলে হুমকি দেওয়া হয় ৷ যদিও কোন বিমানে বিস্ফোরক রাখা থাকবে, সেই বিষয়ে কোনও কিছু জানান হয়নি ওই মেলে ৷ 'টেরোরাইজার 111' নামের এক ব্যক্তি মেলটি পাঠিয়েছে বলে জানা গিয়েছে ৷ তিন দিন আগেও একই ধরনের হুমকি মেল পাঠানো হয় জয়পুর বিমানবন্দর কর্তৃপক্ষকে ৷

আরও পড়ুন:

Last Updated :Apr 29, 2024, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.