ETV Bharat / bharat

হরিয়ানায় রাজনৈতিক সংকট, ইস্তফা মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও তাঁর মন্ত্রিসভার

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 12:07 PM IST

Updated : Mar 12, 2024, 12:20 PM IST

Haryana CM Manohar Lal Khattar resigns: হরিয়ানায় শাসকজোটের মধ্যে বিবাদের মধ্যেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা ৷

ETV BHARAT
ETV BHARAT

চণ্ডীগড়, 12 মার্চ: রাজনৈতিক সংকট হরিয়ানায় ৷ বিজেপি-জেজেপি জোটের মধ্যে বিবাদের মধ্যেই মঙ্গলবার পদত্যাগ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর । তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা আজ হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন ।

লোকসভা নির্বাচনের মুখে আসন ভাগাভাগি নিয়ে বিবাদের জেরে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি এবং জননায়ক জনতা পার্টি (জেজেপি)-র জোটে ফাটল ধরবে বলে জল্পনা চলছিল ৷ তারই মধ্যে আজ সকালে ইস্তফা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও তাঁর গোটা মন্ত্রিসভা ৷ সূত্র জানিয়েছে, খট্টর চণ্ডীগড়ে সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছে । তিনি সাতজন নির্দল বিধায়ককেও আমন্ত্রণ জানিয়েছেন । সেই বৈঠকেই স্থির হতে পারে হরিয়ানার রাজনীতির ভবিষ্যতের রূপরেখা ৷ জেজেপিকে জোটের বাইরে রেখে হরিয়ানায় বিজেপির ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়ে আলোচনা করার কথা রয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাথমিক এজেন্ডায় ৷

উল্লেখ্য, হরিয়ানায় বর্তমানে 90 সদস্যের বিধানসভায় বিজেপির 41 জন বিধায়ক রয়েছে এবং জেজেপি-র রয়েছে 10 জন বিধায়ক । সাতজন নির্দল বিধায়কের মধ্যে ছয়জনের সমর্থনও রয়েছে শাসকজোটের পাশে ৷ প্রধান বিরোধী দল কংগ্রেসের 30 জন বিধায়ক এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও হরিয়ানা লোকহিত পার্টির একটি করে আসন রয়েছে ।

বিজেপি এবং জেজেপি-র মধ্যে আসন ভাগাভাগির অমীমাংসিত ইস্যু থেকে এই ফাটল দেখা দিয়েছে । সোমবার হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং আসন বণ্টনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি । উচ্চপর্যায়ের আলোচনার পরও পারস্পরিক সমঝোতার মাধ্যমে আসন বণ্টনের ফর্মুলা তৈরি হয়নি বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:

  1. 29 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত 'দিল্লি চলো' অভিযান, কৃষক সংগঠনগুলির ডাকে আজ মোমবাতি মিছিল
  2. 'মোদি সরকার স্বৈরাচারী', জখম কৃষকের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস রাহুলের
  3. কৃষক বিক্ষোভ নিয়ে আরও কড়া অবস্থানের ইঙ্গিত মনোহরের, সাক্ষাৎ অমিত শাহর সঙ্গে
Last Updated : Mar 12, 2024, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.