ETV Bharat / bharat

কৃষক বিক্ষোভ নিয়ে আরও কড়া অবস্থানের ইঙ্গিত মনোহরের, সাক্ষাৎ অমিত শাহর সঙ্গে

author img

By

Published : Feb 13, 2021, 9:52 PM IST

কৃষক বিক্ষোভ নিয়ে আরও কড়া অবস্থানের ইঙ্গিত মনোহরের, সাক্ষাৎ অমিত শাহর সঙ্গে
কৃষক বিক্ষোভ নিয়ে আরও কড়া অবস্থানের ইঙ্গিত মনোহরের, সাক্ষাৎ অমিত শাহর সঙ্গে

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার৷ তার পর তিনি জানান যে তাঁরা নতুন একটি আইন তৈরি করবেন৷ যে আইনের বলে কোনও সম্পত্তি নষ্ট হলে যাঁরা তা নষ্ট করবেন, তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে৷

দিল্লি, 13 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার৷ শনিবার নয়াদিল্লিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করেন৷ অমিত শাহর সঙ্গে বৈঠকের পর তিনি জানান যে তাঁরা নতুন একটি আইন তৈরি করবেন৷ যে আইনের বলে কোনও সম্পত্তি নষ্ট হলে যাঁরা তা নষ্ট করবেন, তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে৷

কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির সীমানার বাইরে অবস্থান বিক্ষোভ করছে 41টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা৷ যে রাজ্যগুলিতে এই অবস্থান বিক্ষোভ চলছে, তার মধ্যে অন্যতম হরিয়ানা৷ ফলে সেই রাজ্যের বিধানসভা যদি এমন একটি আইন পাস করায়, তা হলে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে৷

এদিন হরিনায়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই বিক্ষোভ দেখানো হচ্ছে৷ কিছু মানুষ শুধু প্রতিবাদ করার জন্যই এই কর্মসূচি নিয়েছে৷

আরও পড়ুন : রাহুলকে ‘ভারতে বিপর্যয়ের শেষতম ব্যক্তি’ বলায় নির্মলার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস কংগ্রেসের

প্রায় দু’মাসের বেশি সময় ধরে এই কৃষক বিক্ষোভ চলছে৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের 11 দফা আলোচনা হয়েছে৷ তার পরও সমস্যার সমাধান হয়নি৷ কিন্তু খাট্টারের দাবি, কেন্দ্র সমস্যার সমাধান করতে আগ্রহী৷ এই আইনে প্রয়োজনীয় সংশোধনও করা হতে পারে৷ যদিও কৃষকরা এই প্রত্যাহারের দাবিতে সরব৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.