ETV Bharat / bharat

পঞ্জাব-হরিয়ানা সীমানায় উত্তেজনা, বিক্ষোভরত কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের সেল পুলিশের

author img

By PTI

Published : Feb 14, 2024, 7:14 PM IST

Updated : Feb 14, 2024, 9:03 PM IST

Tear Gas Shells Lobbed Again to Protesting Farmers: ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) আইনি নিশ্চয়তার দাবিতে ফের আন্দোলন শুরু করেছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা ৷ এই মুহূর্তে 'দিল্লি চলো' অভিযানে পঞ্জাব-হরিয়ানা সীমানায় অবস্থান করছেন কৃষকরা ৷

ETV BHARAT
ETV BHARAT

চণ্ডিগড়, 14 ফেব্রুয়ারি: পঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমান্ত এলাকায় অবস্থানরত কৃষকদের উপর টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ ৷ বুধবার আন্দোলনকারী কৃষকদের 'দিল্লি চলো' অভিযানের দ্বিতীয় দিনে হাজার হাজার বিক্ষোভকারী এই সীমান্তে অবস্থান করেছিলেন ৷ সেই সময় হরিয়ানা পুলিশ কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ফাটায় বলে জানা গিয়েছে ৷ হরিয়ানার জিন্দ জেলার ডাতা সিংওয়ালা-খানৌরি সীমানাতেও একই রকমের অচলাবস্থা চলছে ৷ সেখানে কৃষকদের তাঁদের ট্রাক্টর ও ট্রলি নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা আটকাতে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ প্রশাসন ৷

দিল্লি চলো' অভিযানে অংশ নিতে পঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে কৃষকরা শম্ভু সীমানায় এখনও নিয়মিত আসছেন ৷ পাঞ্জাবের পাশে জাতীয় সড়কের ধারে প্রচুর সংখ্যক ট্রাক্টর-ট্রলি দাঁড় করিয়ে রেখেছেন কৃষকরা ৷ প্রতিবাদী কৃষকরা, ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) আইনি নিশ্চয়তার দাবি তুলেছেন ৷ জানা গিয়েছে, কৃষকরা হরিয়ানা সীমান্তে একাধিক স্তরে দেওয়া ব্যারিকেডগুলিকে ভেঙে এগোনোর চেষ্টা করেছিলেন ৷ সেই সময় পুলিশ তাঁদের সরাতে কাদানে গ্যাসের সেল ফাটায় ৷ তবে, তারপর থেকে আর কোনও প্রচেষ্টা কৃষকদের তরফে হয়নি ৷

মঙ্গলবার, 'দিল্লি চলো' অভিযানের প্রথম দিনে, শম্ভু এবং দাতা সিংওয়ালা-খানৌরি সীমানায় সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী কৃষক ও পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ তবে, আন্দোলনকারী কৃষকরা বুধবার জানিয়েছেন, তাঁরা জাতীয় রাজধানীতে এই অভিযান নিয়ে যেতে বদ্ধপরিকর ৷ এমনকী শম্ভু সীমানায় অসংখ্য যুবক ও কৃষক তাঁদের ট্রাক্টরকে প্রস্তুত করছেন ৷ পুলিশের তৈরি মজবুত ব্যারিকেডগুলি ভেঙে এগিয়ে যেতে চান তাঁরা ৷

এমনকী হরিয়ানা পুলিশের বাহিনীর তরফে ছোড়া টিয়ার সেলের গ্যাস থেকে বাঁচতে জলের ট্যাংকারের ব্যবস্থাও করা হয়েছে আন্দোলনকারী কৃষকদের তরফে ৷ জলের বোতল ও ভেজা কাপড় সঙ্গে রাখছেন কৃষকরা ৷ টিয়ার সেলের গ্যাসে চোখ-মুখের জ্বালা ধরেলেই সেগুলির ব্যবহার করছেন ৷ কয়েকজনকে টিয়ার সেল থেকে বাঁচতে সুরক্ষ বর্মো ও চোখ বাঁচাতে বিশেষ চশমা পরে থাকতেও দেখা গিয়েছে শম্ভু সীমানায় ৷

আরও পড়ুন:

  1. 'হিংসা সমাধান নয়', বিক্ষোভরত কৃষকদের আলোচনায় বসার আহ্বান অনুরাগ ঠাকুরের
  2. আবার কেন আন্দোলনের পথে কৃষকরা ?
  3. ব্যারিকেড ভাঙল কৃষকদের 'দিল্লি চলো' অভিযান, পঞ্জাব-হরিয়ানা সীমানায় ধেয়ে এল টিয়ার গ্যাসের শেল
Last Updated : Feb 14, 2024, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.