ETV Bharat / bharat

লোকসভা নির্বাচনের আগে ভারতে সক্রিয় এক্সের 'কমিউনিটি নোট' ফিচার - Elon Musk

Community Notes Feature: লোকসভা নির্বাচনের আগে ভারতে সক্রিয় করা হল এক্সের 'কমিউনিটি নোট' ফিচারটি ৷ ইলন মাস্ক নিজে কমিউনিটি নোট ফিচার সক্রিয় করার কথা ঘোষণা করেছেন ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের কাজে লাগবে এই ফিচার ৷ জেনে নিন কী এই 'কমিউনিটি নোট' ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 2:09 PM IST

Elon Musk
Elon Musk

হায়দরাবাদ, 4 এপ্রিল: সামনে দেশে লোকসভা নির্বাচন ৷ তার আগে এক্স হ্যান্ডেলে ভারতে 'কমিউনিটি নোট' ফিচারটি সক্রিয় করলেন ইলন মাস্ক ৷ এক্স কর্পোরেশনের মালিক বৃহস্পতিবার এমনটাই তাঁর সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন ৷ এক্সের 'কমিউনিটি নোট' ফিচারটি হল ব্যবহারকারীদের জন্য তথ্য যাচাই করার ব্যবস্থা । টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এক্সে লিখেছেন,"ভারতে কমিউনিটি নোট এখন থেকে সক্রিয় করা হল ৷"

ইলন মাস্কের মালিকানাধীন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এই 'কমিউনিটি নোট' ফিচারে ভারতে নতুন অবদানকারীদের স্বাগত জানিয়েছে । 'কমিউনিটি নোটে'র অফিসিয়াল হ্যান্ডেল এক্সে লিখেছে,"ভারতে নতুন অবদানকারীদের স্বাগত জানাই ৷ আমাদের প্রথম অবদানকারীরা আজ যোগ দিচ্ছেন এবং আমরা সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও প্রসারিত হব । বরাবরের মতো আমরা মান পর্যবেক্ষণ করব যাতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নোটগুলিকে সহায়ক বলে মনে করা হয় । 'কমিউনিটি নোটে' বিশ্বের 69টি দেশে অবদানকারী রয়েছে এবং আমরা আরও অবদানকারীদের নিয়মিত যোগ করছি । আপনি যদি সাহায্য করতে চান https://x.com/i/flow/join-birdwatch এ সাইন আপ করুন ৷"

2022 সালের ডিসেম্বরে সর্বপ্রথম বিশ্বব্যাপী পোস্ট সম্পর্কিত 'কমিউনিটি নোট' ফিচারটি সক্রিয় করা হয় । সংস্থার দাবি, 'কমিউনিটি নোট'-এর লক্ষ্য হল এক্স ব্যবহারকারীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি ভালো-অবহিত বিশ্ব তৈরি করা ৷ যাতে সম্ভাব্য বিভ্রান্তিকর পোস্টগুলি এড়াতে সহযোগিতামূলকভাবে প্রসঙ্গ যোগ করা যায় । অবদানকারীরা যেকোন পোস্টে নোট রেখে যেতে পারেন এবং যদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যথেষ্ট অবদানকারীরা সেই নোটটিকে সহায়ক হিসাবে রেট দেয়, তাহলে নোটটি একটি পোস্টে সকলের সামনে তুলে ধরা হবে ।

এক্স বলেছে, লোকেরা অতীতে নোটগুলিকে কীভাবে রেট দিয়েছে সম্পূর্ণরূপে তার উপর ভিত্তি করে কমিউনিটি নোটগুলি ভিন্ন দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা হবে ৷ যারা সাধারণত রেটিংয়ে একমত হবে না তারা যদি সম্মত হন তবে একটি নোট দিতে পারেন ৷ এটি সম্ভবত একটি ভালো দিক নির্দেশ করবে যেখানে নোটটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লোকেদের জন্য সহায়ক হবে ।"

আরও পড়ুন:

  1. বড় ঘোষণা ইলন মাস্কের ! বিনামূল্যে মিলবে এক্সের প্রিমিয়াম পরিষেবা
  2. কৃত্তিম বুদ্ধিমত্তা আগামিদিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মত ইলন মাস্কের
  3. Click Here-এ ক্লিক করবেন কি ? ভাইরাল পোস্টের মানে জানলে অবাক হবেন

হায়দরাবাদ, 4 এপ্রিল: সামনে দেশে লোকসভা নির্বাচন ৷ তার আগে এক্স হ্যান্ডেলে ভারতে 'কমিউনিটি নোট' ফিচারটি সক্রিয় করলেন ইলন মাস্ক ৷ এক্স কর্পোরেশনের মালিক বৃহস্পতিবার এমনটাই তাঁর সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন ৷ এক্সের 'কমিউনিটি নোট' ফিচারটি হল ব্যবহারকারীদের জন্য তথ্য যাচাই করার ব্যবস্থা । টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এক্সে লিখেছেন,"ভারতে কমিউনিটি নোট এখন থেকে সক্রিয় করা হল ৷"

ইলন মাস্কের মালিকানাধীন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এই 'কমিউনিটি নোট' ফিচারে ভারতে নতুন অবদানকারীদের স্বাগত জানিয়েছে । 'কমিউনিটি নোটে'র অফিসিয়াল হ্যান্ডেল এক্সে লিখেছে,"ভারতে নতুন অবদানকারীদের স্বাগত জানাই ৷ আমাদের প্রথম অবদানকারীরা আজ যোগ দিচ্ছেন এবং আমরা সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও প্রসারিত হব । বরাবরের মতো আমরা মান পর্যবেক্ষণ করব যাতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নোটগুলিকে সহায়ক বলে মনে করা হয় । 'কমিউনিটি নোটে' বিশ্বের 69টি দেশে অবদানকারী রয়েছে এবং আমরা আরও অবদানকারীদের নিয়মিত যোগ করছি । আপনি যদি সাহায্য করতে চান https://x.com/i/flow/join-birdwatch এ সাইন আপ করুন ৷"

2022 সালের ডিসেম্বরে সর্বপ্রথম বিশ্বব্যাপী পোস্ট সম্পর্কিত 'কমিউনিটি নোট' ফিচারটি সক্রিয় করা হয় । সংস্থার দাবি, 'কমিউনিটি নোট'-এর লক্ষ্য হল এক্স ব্যবহারকারীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি ভালো-অবহিত বিশ্ব তৈরি করা ৷ যাতে সম্ভাব্য বিভ্রান্তিকর পোস্টগুলি এড়াতে সহযোগিতামূলকভাবে প্রসঙ্গ যোগ করা যায় । অবদানকারীরা যেকোন পোস্টে নোট রেখে যেতে পারেন এবং যদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যথেষ্ট অবদানকারীরা সেই নোটটিকে সহায়ক হিসাবে রেট দেয়, তাহলে নোটটি একটি পোস্টে সকলের সামনে তুলে ধরা হবে ।

এক্স বলেছে, লোকেরা অতীতে নোটগুলিকে কীভাবে রেট দিয়েছে সম্পূর্ণরূপে তার উপর ভিত্তি করে কমিউনিটি নোটগুলি ভিন্ন দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা হবে ৷ যারা সাধারণত রেটিংয়ে একমত হবে না তারা যদি সম্মত হন তবে একটি নোট দিতে পারেন ৷ এটি সম্ভবত একটি ভালো দিক নির্দেশ করবে যেখানে নোটটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লোকেদের জন্য সহায়ক হবে ।"

আরও পড়ুন:

  1. বড় ঘোষণা ইলন মাস্কের ! বিনামূল্যে মিলবে এক্সের প্রিমিয়াম পরিষেবা
  2. কৃত্তিম বুদ্ধিমত্তা আগামিদিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মত ইলন মাস্কের
  3. Click Here-এ ক্লিক করবেন কি ? ভাইরাল পোস্টের মানে জানলে অবাক হবেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.