ETV Bharat / bharat

মার্চেই জিজ্ঞাসাবাদ, কেজরিওয়ালকে নবম সমন জারি ইডির

author img

By PTI

Published : Mar 17, 2024, 11:15 AM IST

Excise policy scam case
Excise policy scam case

Delhi CM Arvind Kejriwal: 21 মার্চ জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নবম সমন জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর আগে শনিবার রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেয়েছেন আপ প্রধান ৷

নয়াদিল্লি, 17 মার্চ: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই মামলা সম্পর্কিত আর্থিক তছরুপের বিষয়ে তাঁকে 21 মার্চ জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ৷ এমনটাই ইডি সূত্র রবিবার জানা গিয়েছে । আম আদমি পার্টির (এএপি) প্রধানকে দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার অফিসে হাজিরা দিতে বলা হয়েছে । এটি ইডির তরফে কেজরিওয়ালকে দেওয়া নবম সমন, যা জারি করা হয়েছে রবিবার ৷ আর্থিক তছরুপের মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর বয়ান রেকর্ড করা হবে বলে খবর ৷

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছে আপ সরকারের উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ তিনি এখন তিহাড় জেলে রয়েছেন ৷ এই মামলায় গতবছর 2 নভেম্বর প্রথমবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইডির সেই নোটিশ সাড়া দেননি তিনি ৷ এরপর 22 ডিসেম্বর দ্বিতীয়নারের জন্য কেজরিকে নোটিশ পাঠানো হয় ইডির তরফে ৷ তিনি সেই নোটিশও এড়িয়ে যান ৷ এইভাবে একের পর এক 3 জানুয়ারি, 18 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি ও 19 ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ তবে সেই নোটিশ এড়িয়ে যান তিনি ৷ পালটা অরবিন্দ কেজরিওয়াল তাঁকে বেআইনি তলব করা হচ্ছে বলে অভিযোগ করেন ৷ তারপরেও 27 ফেব্রুয়ারি তাঁকে ফের নোটিশ পাঠানো হয় ৷ তবে সেই নোটিশ এড়িয়ে গিয়েও ইডির প্রশ্নের মুখোমুখি হতে রাজি হন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ কিন্তু 4 মার্চ কেজরিওয়ালকে হাজিরা দিতে বলা হলেও তিনি যাননি ৷

বারবার ইডির সমন উপেক্ষা করায় আদালতের দ্বারস্থ হয় ইডি ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করে রাউজ অ্যাভিনিউ আদালত ৷ ইডি নতুন করে অভিযোগ দায়ের করায় তার প্রেক্ষিতে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রা কেজরিওয়ালকে 16 মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশ মেনে আদালতে যান তিনি ৷ শনিবার রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

আরও পড়ুন:

  1. ইডির সমন মামলায় রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিন কেজরিওয়ালের
  2. বারবার উপেক্ষা ইডির সমন, কেজরিকে এবার তলব দিল্লির আদালতের
  3. 8 নম্বর তলব এড়িয়ে শর্তসাপেক্ষে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি কেজরি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.