ETV Bharat / bharat

ইডির সমন মামলায় রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিন কেজরিওয়ালের

Delhi CM Arvind Kejriwal: ইডির সমন মামলায় রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিন মঞ্জুর অরবিন্দ কেজরিওয়ালের ৷ 15 হাজার টাকার বন্ডে এবং 1 লক্ষ টাকা জমা রেখে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়া হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে দুটি অভিযোগ নিয়ে আদালতে যায় ইডি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 11:41 AM IST

Arvind Kejriwal
Arvind Kejriwal

নয়াদিল্লি, 16 মার্চ: রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমনে সাড়া না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে দুটি মামলা করা হয় ইডির তরফে ৷ সেই মামলায় শনিবার আদালতে হাজির হন কেজরিওয়াল ৷ রাউজ অ্যাভিনিউ কোর্ট মামলা দুটিতে তাঁর জামিন মঞ্জুর করেছে ৷

এ দিন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রা দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছেন । 15 হাজার টাকার বন্ডে এবং 1 লক্ষ টাকা জমা রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করা হয়েছে । পাশাপাশি আদালত ইডিকে অভিযোগ সংক্রান্ত নথি কেজরিওয়ালের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে ।

দিল্লির আবগারি দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত ইডির দুটি অভিযোগের ভিত্তিতে আদালত অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ৷ সেই তলবে সাড়া দিয়ে তিনি আদালতে হাজির হন । শুক্রবার রাউজ অ্যাভিনিউ কোর্ট কেজরিওয়ালকে ইডির জারি করা সমনের উপর স্থগিতাদেশের রায় সংরক্ষিত করেছিল ।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় একাধিক সমন এড়িয়ে যাওয়ায় কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে যায় ইডি । সর্বশেষ অভিযোগটি আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ধারা 50 এর অধীনে জাতীয় তদন্তকারী সংস্থার তরফে দেওয়া সমন নম্বর 4 থেকে 8 সম্মান না করার সঙ্গে সম্পর্কিত । ইডি এর আগেও কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল ৷ যখন দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত আর্থিক তছরুপের মামলায় তাঁকে জারি করা প্রথম তিনটি সমনে তিনি সাড়া দেননি ৷ তবে 17 ফেব্রুয়ারি আদালত কেজরিওয়ালকে স্বস্তি দিয়ে 16 মার্চ তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল ।(সংবাদ সংস্থা- এএনআই)

আরও পড়ুন:

  1. বারবার উপেক্ষা ইডির সমন, কেজরিকে এবার তলব দিল্লির আদালতের
  2. 8 নম্বর তলব এড়িয়ে শর্তসাপেক্ষে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি কেজরি
  3. বিধানসভায় আস্থা ভোট, ইডির অভিযোগে আদালতে ভার্চুয়াল হাজিরা কেজরির

নয়াদিল্লি, 16 মার্চ: রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমনে সাড়া না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে দুটি মামলা করা হয় ইডির তরফে ৷ সেই মামলায় শনিবার আদালতে হাজির হন কেজরিওয়াল ৷ রাউজ অ্যাভিনিউ কোর্ট মামলা দুটিতে তাঁর জামিন মঞ্জুর করেছে ৷

এ দিন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রা দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছেন । 15 হাজার টাকার বন্ডে এবং 1 লক্ষ টাকা জমা রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করা হয়েছে । পাশাপাশি আদালত ইডিকে অভিযোগ সংক্রান্ত নথি কেজরিওয়ালের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে ।

দিল্লির আবগারি দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত ইডির দুটি অভিযোগের ভিত্তিতে আদালত অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ৷ সেই তলবে সাড়া দিয়ে তিনি আদালতে হাজির হন । শুক্রবার রাউজ অ্যাভিনিউ কোর্ট কেজরিওয়ালকে ইডির জারি করা সমনের উপর স্থগিতাদেশের রায় সংরক্ষিত করেছিল ।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় একাধিক সমন এড়িয়ে যাওয়ায় কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে যায় ইডি । সর্বশেষ অভিযোগটি আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ধারা 50 এর অধীনে জাতীয় তদন্তকারী সংস্থার তরফে দেওয়া সমন নম্বর 4 থেকে 8 সম্মান না করার সঙ্গে সম্পর্কিত । ইডি এর আগেও কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল ৷ যখন দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত আর্থিক তছরুপের মামলায় তাঁকে জারি করা প্রথম তিনটি সমনে তিনি সাড়া দেননি ৷ তবে 17 ফেব্রুয়ারি আদালত কেজরিওয়ালকে স্বস্তি দিয়ে 16 মার্চ তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল ।(সংবাদ সংস্থা- এএনআই)

আরও পড়ুন:

  1. বারবার উপেক্ষা ইডির সমন, কেজরিকে এবার তলব দিল্লির আদালতের
  2. 8 নম্বর তলব এড়িয়ে শর্তসাপেক্ষে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি কেজরি
  3. বিধানসভায় আস্থা ভোট, ইডির অভিযোগে আদালতে ভার্চুয়াল হাজিরা কেজরির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.