ETV Bharat / bharat

250 কোটির দুর্নীতির অভিযোগ, গ্রেফতার লালু ঘনিষ্ঠ আরজেডি নেতা

ED Arrests RJD Leader Subhash Yadav: লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ আরজেডি নেতা তথা ব্যবসায়ী সুভাষ যাদবকে গ্রেফতার করল ইডি ৷ তাঁর সংস্থার বিরুদ্ধে আড়াইশো কোটি টাকার দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে সুভাষকে গ্রেফতার করেছে এই কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 7:34 PM IST

ETV BHARAT
ETV BHARAT

পাটনা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের আগে আবারও দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপি বিরোধী শিবিরের এক নেতা ৷ এবার বিহারের বালি ব্যবসায়ী তথা লালুপ্রসাদ ঘনিষ্ঠ আরজেডি নেতা সুভাষ যাদবকে গ্রেফতার করা হল ৷ শনিবার দিনভর বিহারের দানাপুর-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযানের পর, রবিবার ভোররাতে সুভাষ যাদবকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ জানা গিয়েছে, সুভাষ যাদবের দানাপুরের বাড়ি থেকে 2 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে ইডি ৷ আজ আদালতে পেশ করা হলে, আরজেডির এই নেতাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

শনিবার বিহারের দানাপুর, নাসরিগঞ্জ, শাহপুর, যদুবংশী নগর, মানের হলদি চাপড়া এবং পাটনার গোলা রোড ও ক্যানাল রোডের দিনভর তল্লাশি চালায় ইডি ৷ এই জায়গাগুলির কোথাও সুভাষ যাদবের বাড়ি, তো কোথাও অফিস রয়েছে ৷ এই সমস্ত জায়গা থেকে একাধিক নামে-বেনামে বিভিন্ন সম্পত্তির কাগজ পাওয়া গিয়েছে ৷ উল্লেখ্য, এই সুভাষ যাদব বিহারের ব্রডসন লিমিটেড সংস্থার অন্যতম ডিরেক্টর ৷ এই সংস্থা বিরুদ্ধে আড়াইশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ৷ এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ইডি সুভাষ যাদবের একাধিক ঠিকানায় হানা দেয় ৷

জানা গিয়েছে, 2 কোটি নগদ ছাড়াও, অসংখ্য সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে ইডি ৷ তল্লাশি অভিযানের পাশাপাশি, দানাপুরের বাড়িতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় আরজেডি নেতাকে ৷ কিন্তু, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করেননি বলে অভিযোগ ৷ উল্লেখ্য, সুভাষ যাদব আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত ৷ 2019 লোকসভা নির্বাচনে সুভাষ যাদবকে রাষ্ট্রীয় জনতা দলের তরফে চাতরা কেন্দ্র থেকে প্রার্থীও করা হয়েছিল ৷ কিন্তু, বিজেপি প্রার্থীর কাছে বিপুল ভোটে সেই নির্বাচনে হেরেছিলেন সুভাষ যাদব ৷

আরও পড়ুন:

  1. 8 নম্বর তলব এড়িয়ে শর্তসাপেক্ষে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি কেজরি
  2. ভুয়ো কল সেন্টার প্রতারণায় উদ্ধার নগদ 40 লাখ, ইডির জালে এক প্রতারক
  3. বিধানসভায় আস্থা ভোট, ইডির অভিযোগে আদালতে ভার্চুয়াল হাজিরা কেজরির

পাটনা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের আগে আবারও দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপি বিরোধী শিবিরের এক নেতা ৷ এবার বিহারের বালি ব্যবসায়ী তথা লালুপ্রসাদ ঘনিষ্ঠ আরজেডি নেতা সুভাষ যাদবকে গ্রেফতার করা হল ৷ শনিবার দিনভর বিহারের দানাপুর-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযানের পর, রবিবার ভোররাতে সুভাষ যাদবকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ জানা গিয়েছে, সুভাষ যাদবের দানাপুরের বাড়ি থেকে 2 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে ইডি ৷ আজ আদালতে পেশ করা হলে, আরজেডির এই নেতাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

শনিবার বিহারের দানাপুর, নাসরিগঞ্জ, শাহপুর, যদুবংশী নগর, মানের হলদি চাপড়া এবং পাটনার গোলা রোড ও ক্যানাল রোডের দিনভর তল্লাশি চালায় ইডি ৷ এই জায়গাগুলির কোথাও সুভাষ যাদবের বাড়ি, তো কোথাও অফিস রয়েছে ৷ এই সমস্ত জায়গা থেকে একাধিক নামে-বেনামে বিভিন্ন সম্পত্তির কাগজ পাওয়া গিয়েছে ৷ উল্লেখ্য, এই সুভাষ যাদব বিহারের ব্রডসন লিমিটেড সংস্থার অন্যতম ডিরেক্টর ৷ এই সংস্থা বিরুদ্ধে আড়াইশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ৷ এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ইডি সুভাষ যাদবের একাধিক ঠিকানায় হানা দেয় ৷

জানা গিয়েছে, 2 কোটি নগদ ছাড়াও, অসংখ্য সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে ইডি ৷ তল্লাশি অভিযানের পাশাপাশি, দানাপুরের বাড়িতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় আরজেডি নেতাকে ৷ কিন্তু, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করেননি বলে অভিযোগ ৷ উল্লেখ্য, সুভাষ যাদব আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত ৷ 2019 লোকসভা নির্বাচনে সুভাষ যাদবকে রাষ্ট্রীয় জনতা দলের তরফে চাতরা কেন্দ্র থেকে প্রার্থীও করা হয়েছিল ৷ কিন্তু, বিজেপি প্রার্থীর কাছে বিপুল ভোটে সেই নির্বাচনে হেরেছিলেন সুভাষ যাদব ৷

আরও পড়ুন:

  1. 8 নম্বর তলব এড়িয়ে শর্তসাপেক্ষে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি কেজরি
  2. ভুয়ো কল সেন্টার প্রতারণায় উদ্ধার নগদ 40 লাখ, ইডির জালে এক প্রতারক
  3. বিধানসভায় আস্থা ভোট, ইডির অভিযোগে আদালতে ভার্চুয়াল হাজিরা কেজরির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.