ETV Bharat / bharat

ইডির বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের মামলা মহুয়ার, রায়দান স্থগিত দিল্লি হাইকোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 1:31 PM IST

Updated : Feb 22, 2024, 1:43 PM IST

TMC Leader Mahua Moitra: তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের মামলার রায়দান স্থগিত করে রাখল দিল্লি হাইকোর্ট । ইডির বিরুদ্ধে সংবাদমাধ্যমে গোপন তথ্য ফাঁসের অভিযোগ করেছিলেন মহুয়া ৷ শুক্রবার এই মামলার রায় ঘোষণা হবে বলে জানিয়েছে আদালত ।

delhi high court
দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: গোপনীয় এবং প্রমাণিত হয়নি এমন তথ্য ফাঁস থেকে ইডিকে আটকানোর দাবি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র ৷ তাঁর এই মামলার শুনানি শেষে বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখল আদালত ৷ বিচারপতি সুব্রম্যনমের বেঞ্চ শুক্রবার অর্থাৎ 23 ফেব্রুয়ারি রায় ঘোষণা করবে বলে জানিয়েছে । এ দিন দিল্লি হাইকোর্টে মামলার শুনানির সময় ইডি'র তরফের আইনজীবী দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও তথ্য ফাঁস করেনি এবং এটি খবরের উৎস সম্পর্কে অবগত নয় । বরিষ্ঠ আইনজীবী রেবেকা জন মহুয়া মৈত্রের পক্ষে সওয়াল করেন ৷ তিনি বলেন, "ইডি ফেমা (ফরেন এক্সেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) লঙ্ঘনের তদন্ত সম্পর্কিত মামলায় গোপনীয় তথ্য ফাঁস করছে ।"

মহুয়া মৈত্র ইডির মামলায় 19টি মিডিয়া হাউসকে অসমাপ্ত, মিথ্যা এবং মানহানিকর তথ্য প্রকাশ করা থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন । এখানে বলে রাখা দরকার, ইডি 14 এবং 20 ফেব্রুয়ারি ফেমা লঙ্ঘনের ক্ষেত্রে মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করেছিল । মহুয়ার আর্জিতে বলা হয়েছে, মিডিয়ায় যা ইচ্ছা খবর চালানো হচ্ছে । তিনি ফেমা লঙ্ঘনের বিষয়ে ইডি'র তদন্তের সহযোগিতা করছেন । আইনজীবী রেবেকা জন বলেছেন, ইডি মহুয়া মৈত্রের সঙ্গে কথোপকথনের সমস্ত তথ্য ফাঁস করে দিচ্ছে এবং এটি সংবাদ হিসাবে প্রকাশিত হচ্ছে ।

মহুয়া মৈত্র দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, ইডি এবং মিডিয়া হাউসগুলিকে ফেমা লঙ্ঘনের তদন্ত সম্পর্কিত সামগ্রী ফাঁস এবং প্রকাশ করা বন্ধ করতে হবে । পিটিশনে বলা হয়েছে, ইডি ইচ্ছাকৃতভাবে খারাপ উদ্দেশ নিয়ে তথ্য ফাঁস করেছে । ইডিকে মহুয়া যে উত্তর দিয়েছেন তা মিডিয়ায় প্রকাশিত হচ্ছে । এখনও তদন্তাধীন এই মামলায় সংবাদ প্রকাশ করা আবেদনকারীর সুষ্ঠু তদন্তের অধিকারের লঙ্ঘন ।

উল্লেখ্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছিল ৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই মারাত্মক অভিযোগটি এনেছিলেন । সংসদের এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষথার্থ বিবেচনা করে তাঁর সদস্যপদ বাতিলের সুপারিশ করেছিল । ফেলে আসা বছরে 8 ডিসেম্বর এথিক্স কমিটির সুপারিশে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে ৷

আরও পড়ুন:

  1. বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়াকে তলব ইডির, কোনও সমন পাননি দাবি প্রাক্তন সাংসদের
  2. 'অর্থের বিনিময়ে প্রশ্ন', মহুয়ার প্রাক্তন 'বন্ধু' আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের
  3. সরকারি বাংলো খালি করার নয়া নোটিশকে চ্যালেঞ্জ, আবারও দিল্লি হাইকোর্টে মহুয়া
Last Updated :Feb 22, 2024, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.