ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের যুবদের নেশাড়ু বলছেন কংগ্রেসের যুবরাজ, বারাণসীতে রাগাকে তোপ মোদির

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 6:12 PM IST

ETV BHARAT
ETV BHARAT

PM Modi In Varanasi: উত্তরপ্রদেশের যুবকদের নেশাড়ু বলেছেন কংগ্রেসের যুবরাজ ৷ বারাণসীতে রাহুল গান্ধির বিরুদ্ধে তোপ দেগে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বারাণসী, 23 ফেব্রুয়ারি: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির 'মাতাল যুবক' সংক্রান্ত মন্তব্যের জন্য তাঁর কড়া ভাষায় নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার বারাণসীতে তিনি বলেন, উত্তরপ্রদেশের যুবকদের বর্ণনা করতে গিয়ে রাহুলের মুখে 'নেশাড়ু' শব্দটি শুনে তিনি চমকে গিয়েছেন ৷

বারাণসীতে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এ দিন রাহুল গান্ধির নাম উল্লেখ না করেই প্রধানমন্ত্রী মোদি বলেন যে, কংগ্রেস পরিবারের যুবরাজ ইউপি-র যুবকদের 'নেশাড়ু' বলে উল্লেখ করেছেন । মোদির কথায়, "কংগ্রেস 'শাহী-পরিবারের' 'যুবরাজ' কাশী ও উত্তরপ্রদেশের যুবকদের 'নেশাড়ু' বলে অভিহিত করেছেন । এটা কী ধরনের ভাষা ? তাঁরা দুই দশক ধরে মোদিকে গালাগালি করে কাটিয়েছে, এবং এখন তারা (কংগ্রেস) উত্তরপ্রদেশের যুবকদের উপর তাদের হতাশা প্রকাশ করছে । জিনকে আপনে হোশ ঠিকানে নাহি হ্যায়, ও ইউপি-কে, মেরে কাশিকে বাচ্চো কো নশেড়ি কেহ রহে হ্যায় (যাঁদের বোধশক্তি নেই, তাঁরা ইউপির যুবকদের নেশাগ্রস্ত বলছেন)"৷

তিনি আরও বলেন যে, উত্তরপ্রদেশের যুবকরা একটি উন্নত রাজ্য গড়তে ব্যস্ত । মোদি বলেন, "এখন যখন উত্তরপ্রদেশ এগিয়ে চলেছে, কংগ্রেস পরিবারের 'যুবরাজ' বলেছেন যে, উত্তরপ্রদেশের যুবকরা নেশাগ্রস্ত । উত্তরপ্রদেশের যুবকরা একটি উন্নত রাষ্ট্র গড়তে ব্যস্ত ৷ ইন্ডিয়া জোটের এই অপমান যুবকরা কেউ ভুলবেন না ।"

গান্ধি পরিবারকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, একটি রাজবংশের একজন ব্যক্তি সর্বদা সাধারণ যুব বাহিনীর হুমকির সম্মুখীন হন । তারা কেবল তাঁদেরই পছন্দ করে, যারা সর্বদা তাদের প্রশংসা করে ৷ আর এখন রামমন্দির উদ্বোধনের পর উত্তরপ্রদেশকে পছন্দ না করার তাদের আরেকটি কারণ রয়েছে । আমি জানতাম না, কংগ্রেসের ভগবান রামের প্রতি এতটা ঘৃণা । তারা তাদের পরিবার এবং ভোটব্যাংকের বাইরে কিছু দেখতে বা ভাবতে পারে না ৷"

উল্লেখ্য, গত 20 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রাহুল বলেন, বারাণসীতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় তিনি লোকেদের মাতাল অবস্থায় রাস্তায় শুয়ে থাকতে দেখেছেন ৷ অমেঠিতে জনসাধারণের উদ্দেশে ওয়েনাড়ের সাংসদ বলেন যে, উত্তরপ্রদেশের যুবকরা রাতে মদ্যপান করে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ তাঁর কথায়, "আমি বারাণসীতে গিয়ে দেখি, লোকেরা মাতাল হয়ে রাস্তায় পড়ে আছেন । উত্তরপ্রদেশের যুবকরা রাতে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছেন । আর অন্যদিকে, একটি রামমন্দির আছে যেখানে শুধু প্রধানমন্ত্রী মোদির পছন্দের আম্বানি এবং আদানিদের দেখা যায় । আপনি সেখানে আমাদের সব বিলিয়নেয়ারদের দেখতে পাবেন, কিন্তু সেখানে একজনও পিছিয়ে পড়া শ্রেণি বা দলিত সম্প্রদায়ের কোনও ব্যক্তিকে দেখা যাবে না ৷ তাঁদের জায়গাটি শুধু ভিক্ষার জন্য রাস্তার মধ্যে সীমাবদ্ধ, যেখানে ওরা (কেন্দ্রের কথিত কর্পোরেটরা) টাকা ছেপে চলেছেন ৷"

আরও পড়ুন:

  1. চৃড়ান্ত আসন রফা, 25 ফেব্রুয়ারি আগ্রায় রোড-শো রাহুল-অখিলেশের
  2. ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে সুলতানপুর আদালতে হাজিরা দেবেন রাহুল গান্ধি
  3. রাম মন্দির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না অনগ্রসর-দলিতরা, মোদির নিন্দায় সরব রাহুল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.