ETV Bharat / bharat

লোকসভা পর্যন্ত মুখ্যমন্ত্রীত্বে থাকুন সুখুই, সুপারিশ পর্যবেক্ষকদের

author img

By ANI

Published : Feb 29, 2024, 4:02 PM IST

Etv Bharat
Etv Bharat

Sukhvinder Singh Sukhu as Himachal CM: দোলাচল বাড়ছে হিমাচলে ৷ সকালেই কংগ্রেসের ছয় বিদ্রোহী বিধায়কের পদ খারিজ করে দিয়েছেন স্পিকার ৷ অন্যদিকে, কংগ্রেস পর্যবেক্ষকরা হাইকম্যান্ডকে ‘দলীয় অসন্তোষে’র পাশাপাশি সুপারিশ করেছেন, আসন্ন লোকসভা নির্বাচন পর্যন্ত সুখুকেই মুখ্যমন্ত্রী পদে রাখা হোক ৷

সিমলা, 29 ফেব্রুয়ারি: শিয়রে লোকসভা ভোট ৷ ফলে তার আগে কোনও ঝুঁকি নিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব ৷ বুধবার সুখবিন্দর সিং সুখু নিজেই জানিয়েছিলেন, ইস্তফা দিচ্ছেন না তিনি ৷ একইসঙ্গে জানিয়েছিলেন, দল থেকে তাঁকে ইস্তফা দেওয়ার কোনও নির্দেশও দেওয়া হয়নি ৷ হিমাচলের মুখ্যমন্ত্রী বলেন, "স্পষ্ট করে দিতে চাই, আমি কোনওরকম ইস্তফা দিইনি ৷ আমি যোদ্ধা। আমি সাধারণ পরিবারের সেই ছেলেটা যে লড়াই করতে জানে ৷ লড়াই করেই জয় ছিনিয়ে নিতে হয় ৷" 24 ঘণ্টা পরে সুখুর সেই দাবিতেই কার্যত সিলমোহর দিয়েছেন হিমাচল প্রদেশের সংকট মোকাবিলার জন্য নিযুক্ত কংগ্রেস পর্যবেক্ষকরা ৷

সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচন পর্যন্ত সুখুকেই মুখ্যমন্ত্রী হিসাবে বজায় রাখার সুপারিশ করেছেন পর্যবেক্ষকরা ৷ জানা গিয়েছে, দলের বর্ষীয়ান নেতা ভূপিন্দর সিং হুডা এবং ডি কে শিবকুমার কংগ্রেস হাইকমান্ডের কাছে তাঁদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন । সূত্র মারফত জানা গিয়েছে, ওই রিপোর্টে পর্যবেক্ষকরা সুখুর বিরুদ্ধে বিধায়ক ও মন্ত্রীদের মধ্যে ‘অসন্তোষ’ রয়েছে জানালেও, নির্বাচন পর্যন্ত তাঁকেই মুখ্যমন্ত্রী রাখার সুপারিশ করেছেন ৷ ৷ যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেতৃত্বের উপরেই ছেড়ে দিয়েছেন তাঁরা ।

একই সঙ্গে, ছয় ‘বিদ্রোহী’ বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন । বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে । বুধবার ডিকে শিবকুমার এবং ভূপিন্দর সিং হুডা-সহ অন্যান্য পর্যবেক্ষকরা বাসভবনে মুখ্যমন্ত্রী সুখুর সঙ্গে দেখা করেন। উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং রাজ্যের কংগ্রেস নেতা ও বিধায়করাও । তারপর বৃহস্পতিবার সকালেই 6 জন কংগ্রেস বিধায়কের বিধায়ক পদ খারিজ করে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া ৷ যে ছ'জন বিধায়কের পদ খারিজ করা হয়েছে, তাঁরা হলেন সুধীর শর্মা, রাজেন্দ্র রানা, দেবেন্দ্র ভুট্টো, ইন্দ্রদত্ত লক্ষণপাল, রবি ঠাকুর, চৈতন্য শর্মা ।

68 সদস্যের হিমাচল বিধানসভায় ম্যাজিক ফিগার 35 ৷ 2022 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 40টি আসন ৷ বিজেপির বিধায়ক ছিলেন 25 জন । বাকি তিনটি আসন নির্দলদের দখলে । ছয় বিধায়কের পদ খারিজ হওয়ায় মোট বিধায়কের সংখ্যা 68 থেকে 62-এ নেমে এসেছে ৷ ফলে ম্যাজিক ফিগার দাঁড়িয়েছে 32 । এই মুহূর্তে কংগ্রেসের হাতে রয়েছে 34 জন বিধায়ক ৷ নির্দল বিধায়কদের সমর্থনে বিজেপির পক্ষে বিধায়ক সংখ্যা 28 । ফলে দোলাচলে হিমাচলের ভাগ্য ৷

আরও পড়ুন:

  1. ক্রস ভোটিংয়ের জন্য 6 কংগ্রেস বিধায়কের পদ খারিজ, ঘোষণা হিমাচলের অধ্যক্ষের
  2. 'আমি যোদ্ধা, পদত্যাগের প্রশ্নই নেই', জল্পনা উড়িয়ে দাবি মুখ্যমন্ত্রী সুখুর, ইস্তফা ফেরালেন বিক্রমাদিত্যও
  3. ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান কংগ্রেসের, বিজেপির অভিযোগে উত্তাল বিধানসভা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.