ETV Bharat / bharat

চণ্ডীগড়ের সিনিয়র মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনে জিতেছে বিজেপি

author img

By ANI

Published : Mar 4, 2024, 8:04 PM IST

Etv Bharat
Etv Bharat

BJP wins Senior Dy Mayor in Chandigarh: নির্বাচনে বিজেপি 19 ভোট পেয়েছে, যেখানে ইন্ডিয়া জোট (কংগ্রেস এবং আপ) 16টি ভোট পেয়েছে। এক্ষেত্রে একটি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে ৷ রাজেন্দ্র কুমার শর্মা 19 ভোট পেয়ে ডেপুটি মেয়র পদে জয়ী হয়েছেন ৷ এক্ষেত্রে বিরোধীরা 17টি ভোট পেয়েছে।

চণ্ডীগড়, 4 মার্চ: ফের ধাক্কা খেল ইন্ডিয়া জোট এবং কংগ্রেস ৷ ভারতীয় জনতা পার্টি সোমবার চণ্ডীগড়ের সিনিয়র ডেপুটি মেয়র এবং ডেপুটি মেয়র উভয় আসনেই জিতেছে। চণ্ডীগড়ের সিনিয়র ডেপুটি মেয়র নির্বাচনে 19 ভোট পেয়ে বিজেপির কুলজিত সিং সান্ধু জিতেছেন। তিনি ইন্ডিয়া জোট প্রার্থী গুরপ্রীত সিং গাবিকে পরাজিত করেছেন।

নির্বাচনে বিজেপি 19 ভোট পেয়েছে, যেখানে ইন্ডিয়া জোট (কংগ্রেস এবং আপ) 16টি ভোট পেয়েছে। এক্ষেত্রে একটি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে ৷ রাজেন্দ্র কুমার শর্মা 19 ভোট পেয়ে ডেপুটি মেয়র পদে জয়ী হয়েছেন ৷ এক্ষেত্রে বিরোধীরা 17টি ভোট পেয়েছে। 35 সদস্যের চণ্ডীগড় পৌরসভায় বিজেপি নেতৃত্বাধীন জোটের 14টি আসন ছিল ৷ গত 19 ফেব্রুয়ারি তাদের শক্তি বৃদ্ধি পায় যখন তিন আম আদমি পার্টি (আপ) কাউন্সিলররা বিজেপিতে যোগ দেয়। তিন আম আদমি পার্টি চণ্ডীগড় কাউন্সিলর যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা হলেন পুনম দেবী, নেহা মুসাওয়াত এবং গুরচরণ কালা ৷ দিল্লিতে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে এই যোগদান হয়।

অন্যদিকে, বিজেপিও একমাত্র আকালি দলের কাউন্সিলরের সমর্থন পেয়েছে। ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে পঞ্জাব বিজেপির সভাপতি সুনীল জাখর বলেন, "সমস্যা মেয়র এবং ডেপুটি মেয়রের নয়, সমস্যাটি আপ-এর জোটে আর পঞ্জাব কংগ্রেসের। তারা পঞ্জাবের জনগণকে ক্রমাগত বিভ্রান্ত করছে ৷ বিজেপির সংখ্যাগড়িষ্ঠতা আছে। তারপরও সবটাই নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত ৷" এর আগে, সুপ্রিম কোর্ট আম আদমি পার্টির (আপ) কাউন্সিলর কুলদীপ কুমারকে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের বিজয়ী প্রার্থী ঘোষণা করেছিল। মেয়র নির্বাচনের উপর সুপ্রিম কোর্টের আদেশের পরে এটি এসেছে যে রিটার্নিং অফিসার ইচ্ছাকৃতভাবে কুলদীপ কুমারের পক্ষে ভোট দেওয়া আটটি ব্যালটকে অবৈধ ঘোষণা করে ৷

ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রিটার্নিং অফিসার অনিল মসীহের সিদ্ধান্ত বাতিল করেছে ৷ গত 30 জানুয়ারি বিজেপি প্রার্থী মনোজ কুমার সোনকারকে চণ্ডীগড়ের মেয়র হিসাবে ঘোষণা কর হয়েছিল। শীর্ষ আদালত ব্যালট পেপার পরীক্ষা করেছে ৷ তার মধ্য়ে অবশ্য কোনও বিকৃত ব্যালট পেপার পাওয়া যায়নি ৷ এটি নির্দেশ দেয় কুলদীপ কুমারকে 20 ভোট দিয়ে মেয়র হিসাবে ঘোষণা করা হবে। (এএনআই)

আরও পড়ুন

এজলাসে প্রবেশের সময় আর্দালিরা কিভাবে বিচারপতিদের ক্রম ঠিক করেন, সেই কথাই শোনালেন ডিওয়াই চন্দ্রচূড়

98 সালের রায় বাতিল, ঘুষ নিয়ে ভোটে জনপ্রতিনিধিদের সংসদীয় রক্ষাকবচ বিলোপ সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.