ETV Bharat / bharat

নেই বাড়ি-গাড়ি, হলফনামায় কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কথা জানালেন মোদি - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 8:58 PM IST

PM Modi Election Affidavit: নেই কোনও বাড়ি, জমি বা গাড়ি ৷ নরেন্দ্র তাঁর হলফনামায় জানিয়েছেন তিনি কোটি টাকার মালিক ৷ মঙ্গলের সকালে দশাশ্বমেধ ঘাটে আরতি করেন তিনি ৷ এরপর কালভৈরব মন্দিরে পুজো দিয়ে হলফনামা প্রদান করেন মোদি ৷

PM Modi Election Affidavit
প্রধানমন্ত্রী মোদি (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 14 মে: লোকসভা নির্বাচনের জন্য মঙ্গলবার বারাণসী সংসদীয় আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রী মোদির সেই হলফনামা অনুসারে, তিনি কয়েক কোটি টাকার অস্থাবর সম্পত্তির মালিক ৷ তবে নগদের পরিমাণ অনেকটাই কম প্রধানমন্ত্রীর হাতে ৷ নিজের নামে নেই কোনও কোনও জমি, বাড়ি, এমনকী গাড়িও ৷ একনজরে দেখে নিন প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ-

নরেন্দ্র মোদি অস্থাবর সম্পত্তির পরিমাণ:

  • প্রধানমন্ত্রীর হলফনামা অনুযায়ী দেখা যাচ্ছে, মোদির করযোগ্য আয় 2018-19 অর্থবর্ষে 11 লক্ষ টাকা থেকে দ্বিগুণ হয়ে 2022-23 সালে সাড়ে 23 লক্ষ টাকা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী মোদির দুটি অ্যাকাউন্ট রয়েছে।
  • এসবিআই-এর গুজরাতের গান্ধিনগর শাখায় প্রধানমন্ত্রী 73 হাজার 304 টাকা গচ্ছিত আছে ৷
  • এসবিআই-এর বারাণসী শাখায় রয়েছে মাত্র 7 হাজার টাকা।
  • প্রধানমন্ত্রীর এসবিআই-তে 2 কোটি 85 লক্ষ 60 হাজার 338 টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে।
  • এছাড়া প্রধানমন্ত্রী মোদির কাছে 2 লক্ষ 67 হাজার 750 টাকা মূল্যের চারটি সোনার আংটি রয়েছে।

নরেন্দ্র মোদি স্থাবর সম্পত্তির পরিমাণ:

  • হলফনামায় প্রদেয় তথ্য অনুযাযী প্রধানমন্ত্রী মোদির নামে কোনও বাড়ি, জমি বা গাড়ি নেই ৷

মামলা:

  • নরেন্দ্র মোদির নামে কোনও ফৌজদারি মামলা নেই ৷
    প্রধানমন্ত্রী মোদি
    PM Modi Election Affidavit (নির্বাচন কমিশন)

প্রধানমন্ত্রী মোদি প্রথমবার 2014 সালে বারাণসী থেকে এনডিএ-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ তিনি এই আসন থেকে টানা তৃতীয় মেয়াদের জন্য ভোটে লড়ছেন ৷ বারাণসী কেন্দ্রে ভোটগ্রহণ হবে সপ্তম তথা চূড়ান্ত পর্বে 1 জুন ৷ মঙ্গলবার, প্রধানমন্ত্রী মোদি যখন মনোনয়ন জমা দিতে বারাণসী জেলাশাসকের দফতরে গিয়েছিলেন ৷ জেলাশাসকের দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, টিডিপি'র চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, আরএলডির প্রধান চিরাগ পাসোয়ান, অনুপ্রিয়া প্যাটেল, প্রফুল্ল প্যাটেল, রামদাস আটওয়ালের মতো এনডিএ নেতৃত্ব। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির হয়ে চারজন প্রস্তাবকও ছিলেন ৷ পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী, লালচাঁদ কুশওয়াহা, বৈজনাথ প্যাটেল এবং সঞ্জয় সোনকার প্রধানমন্ত্রীর প্রস্তাবক হয়েছেন।

আরও পড়ুন:

  1. বাড়ি-গাড়ি নেই, 36 লক্ষ টাকা ঋণের বোঝা ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেকের ঘাড়ে
  2. হাতে মাত্র কয়েক হাজার, নেই বাড়ি-জমি; রাজ্যের দরিদ্রতম প্রার্থী রেখা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.