ETV Bharat / bharat

অসমের একাধিক সাংসদের নাম বাদ পড়ল তালিকা থেকে, নাম বিভ্রাটের জেরে বিতর্কে বিজেপি

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 6:04 PM IST

Etv Bharat
Etv Bharat

Assam sitting MPs name dropped from BJP candidates list: নাম বিভ্রাটের জেরে একাধিক আসনের প্রার্থী নিয়েই বিতর্কে বিজেপি ৷ আসন পূনর্বিন্যাসের পর তেজপুর আসনটি পরিবর্তন হয়েছে ৷ অথচ পরিবর্তিত সেই শোনিতপুরের নতুন আসনটি নেই বিজেপির প্রার্থী তালিকায় ৷ বরং তেজপুর থেকেই বর্তমান সাংসদ পল্লব লোচন দাসের নাম বাদ দেওয়া হয়েছে।

গুয়াহাটি, 3 মার্চ: বিজেপি লোকসভা নির্বাচন 2024-এর জন্য ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিজেপি দেশের যে 195 জন প্রার্থী তালিকা ঘোষণা করেছে এর মধ্যে অসমের 11টি আসনের জন্যও প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। অসমে পাঁচ কেন্দ্রে যেমন নতুন মুখের নাম দেখা গিয়েছে, তেমনই বিজেপির এই তালিকা থেকে বেশ কয়েকজন সাংসদের নামও বাদ পড়েছে ৷ অন্যদিকে, বিজেপির তালিকায় এমন কিছু কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়েছে, যার অস্তিত্বই নেই ৷ নাম বিভ্রাটের জেরে একাধিক আসনের প্রার্থী নিয়েই বিতর্কে বিজেপি ৷

পূনর্বিন্যাসের পর তেজপুর আসনটি পরিবর্তন হয়েছে ৷ অথচ পরিবর্তিত সেই শোনিতপুরের নতুন আসনটি নেই বিজেপির প্রার্থী তালিকায় ৷ বরং তেজপুর থেকেই বর্তমান সাংসদ পল্লব লোচন দাসের নাম বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে রঞ্জিত দত্তকে মনোনয়ন দিয়েছে বিজেপি ৷ ডিব্রুগড় এবং গুয়াহাটি আসনেও কড়া সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলির টিকিট কেটেছে দল। রামেশ্বর তেলির স্থলাভিষিক্ত হয়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুডবুক-এ তাকা সর্বানন্দ সোনোয়াল। লুরিনজ্যোতি গগৈয়ের বিরুদ্ধে শক্তিশালী প্রার্থীর প্রয়োজন বিজেপির শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিজেপি।

দীপুতে বর্তমান সাংসদ হোরেন সিং বে-র নাম কাটা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অমর সিং বে। হোরেন সিং বে কার্বি স্বায়ত্তশাসিত কাউন্সিল সিইএম তুলিরাম রোংহাং-এর সঙ্গে বিরোধিতা করার জেরেই এই বাদ বলে মনে করা হচ্ছে। গুয়াহাটির সাংসদ রানী ওজাকেও এবার প্রার্থী করা হয়নি ৷ রাণী ওজাকে অসমের অন্যতম ব্যর্থ সাংসদ হিসেবে গণ্য করা হয়। তাই গুয়াহাটির ক্ষেত্রে বিন্দুমাত্র ঝুঁকি নেয়নি বিজেপি। বিজেপি দলীয় সাংগঠনিক ক্ষেত্রে প্রবীণ নেতা বিজুলি কলিতা মেধিকে সেখানে মনোনয়ন দিয়েছে দল ৷

আরও পড়ুন

প্রার্থী ঘোষণার 24 ঘণ্টার মধ্যে আসানসোলে পদ্মে কাঁটা, ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন পবন

আসানসোলে বিহারীবাবুর পালটা ভোজপুরি নায়ক, দেবের মুখোমুখি বিজেপির হিরণ; বাদ বার্লা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.