ETV Bharat / bharat

জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, 3 শিশু-সহ মৃত 5

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 2:40 PM IST

Etv Bharat
Etv Bharat

Car Accident in Telangana: ওয়ানাপার্টিতে দুর্ঘটনার কবলে গাড়ি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর একটি গাছে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় তিন শিশু-সহ মৃত 5 ৷ গুরুতর আহত 7 ৷ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু পুলিশের ৷

ওয়ানাপার্টি (তেলেঙ্গনা), 4 মার্চ: মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি 3 শিশু-সহ 5 ৷ গুরুতর জখম হন 7 জন ৷ সোমবার তেলেঙ্গনার ওয়ানাপার্টি এলাকার ঘটনা ৷ কোথাকোটা জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি ৷ পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা 3 শিশু-সহ 5জনকে মৃত বলে ঘোষণা করেন ৷ বাকি 7 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷

পুলিশ সূত্রে খবর, গাড়িটি দ্রুত গতিতে হায়দ্ররাবাদ থেকে কর্ণাটকের বাল্লারি যাচ্ছিল ৷ সেই সময়েই দুর্ঘটনা ঘটে ৷ মৃতরা হলেন আব্দুল রহমান (62), সালিমা জি (85), শিশু ওয়াসির রাউত (7 মাস), বুসরা (2), এবং মারিয়া (5) ৷ গুরুতর জখমরা হলেন, সামিরা (5), হোসেন (10), শফি, কাদিরুন্নিসা, হাবিব, আলী ও শাহজাহান বেগ ৷ আলি ওয়ানাপার্টি হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকিদের আরও ভালো চিকিৎসার জন্য কুর্নুলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ভোর আড়াইটে থেকে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনার সময় গাড়িতে 12 জন ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন ৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে ৷ গাছে ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতর সকলে আটকে পড়েন ৷ প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধার কাজ চালায় পুলিশ ও এলঅ্যান্ডটি-র কর্মীরা। গাড়িতে থাকা সকলেই কর্ণাটকের বাল্লারি জেলার বাসিন্দা । বিয়ের জন্য তাঁরা হায়দরাবাদে এসেছিল । কিন্তু বাল্লারি ফেরার সময় ওয়ানাপার্টি জেলায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। পুলিশ জানিয়েছে, একটি দুর্ঘটনার মামলা দায়ের করা হয়েছে ৷ দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. বাসের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে 2 বন্ধুর মৃত্যু
  2. বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2 শিশু-সহ 6
  3. চারচাকা গাড়ির সঙ্গে ট্রাকের জোর ধাক্কা, মৃত অন্ততপক্ষে 9
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.