ETV Bharat / bharat

দিল্লি মহিলা কমিশনে বেআইনি নিয়োগের অভিযোগ স্বাতীর বিরুদ্ধে, ছাঁটাই 223 জন - DELHI WOMEN COMMISION

Employees removed from DCW: নিয়ম-বিরুদ্ধ নিয়োগের অভিযোগে চাকরি হারালেন দিল্লি মহিলা কমিশনের 223 জন কর্মী ৷ আপের রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল চেয়ারপার্সন থাকাকালীন এই নিয়োগ করেছিলেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 10:50 AM IST

Updated : May 2, 2024, 12:39 PM IST

DELHI WOMEN COMMISION
আপের রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল

নয়াদিল্লি, 2 মে: ভোটের আবহে চাকরি খোয়ালেন 200 জনেরও বেশি কর্মচারী ৷ দিল্লি মহিলা কমিশনের 223 জন কর্মীকে ছাঁটাই করলেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা ৷ অভিযোগ, এই কর্মচারীদের নিয়োগ করার সময় ডিডব্লিউসি-র চেয়ারপার্সন ছিলেন স্বাতী মালিওয়াল ৷ তিনি নিয়ম বিরুদ্ধভাবে প্রয়োজনীয় অনুমতি না নিয়ে এই নিয়োগ করেছেন ৷ তাই এই 223 জনের চাকরি বাতিল করলেন ভিকে সাক্সেনা ৷ এই অর্ডারে জানানো হয়েছে, দিল্লি মহিলা কমিশনের শুধুমাত্র 40টি নিয়োগ বৈধ ৷ কমিশন চুক্তির ভিত্তিতে কর্মচারী নিয়োগ করতে পারে না ৷

স্বাতী মালিওয়াল দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ৷ এবছরের জানুয়ারিতে আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে ৷ এরপর স্বাতী ডিসিডব্লিউ-র চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেয় ৷ তিনি গত 9 বছর ধরে ডিসিডব্লিউ-র চেয়ারপার্সন পদে ছিলেন ৷ কিন্তু তিনি চলে যাওয়ার পর এই মুহূর্তে পদটি খালি রয়েছে ৷ প্রাক্তন চেয়ারপার্সন স্বাতীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়ম না মেনে 223 জনকে নিয়োগ করেছিলেন ৷ চুক্তির ভিত্তিতে নিয়োগ হয়েছিল ৷

ডিসিডব্লুউকে দেওয়া এই অর্ডারে উল্লেখ করা হয়েছে, দিল্লির মহিলা কমিশন অর্থ দফতরের নির্দেশিকা মানেনি ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথায় কান না-দিয়েই ডিডব্লিউসি একাধিক পদ তৈরি করে তাতে নিয়োগ করে গিয়েছে ৷ এমনকী অর্থ দফতরের বিরুদ্ধে গিয়ে কর্মীদের মাইনেও ঠিক করেছে ৷ আর তার নেপথ্যে কোনও যুক্তিযুক্ত কারণ নেই, যা সরাসরি কমিশনের অর্থ দফতরের কার্যপদ্ধতির বিরোধিতা ৷ এই নিয়োগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠিত হয় ৷ 2017 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির তৎকালীন উপ-রাজ্যপালের কাছে রিপোর্ট জমা দেয় তদন্তকারী কমিটি ৷ সেখানেই সামনে আসে যে স্বাতী মালিওয়াল চেয়ারপার্সন থাকাকালীন যে নিয়োগগুলি করেছিলেন, তার বেশিরভাগই আইন বহির্ভূত ৷ ডিসিডব্লিউ 1994 সালের ডিসিডব্লিউ অ্যাক্ট লঙ্ঘন করেছে ৷

আরও পড়ুন:

  1. স্বাতী মালিওয়ালকে রাজ্যসভার জন্য মনোনীত করল আপ, তালিকায় নাম রয়েছে ধৃত সঞ্জয় সিংয়েরও
  2. বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিল্লিতে ছাত্রীকে খুনের অভিযোগ

নয়াদিল্লি, 2 মে: ভোটের আবহে চাকরি খোয়ালেন 200 জনেরও বেশি কর্মচারী ৷ দিল্লি মহিলা কমিশনের 223 জন কর্মীকে ছাঁটাই করলেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা ৷ অভিযোগ, এই কর্মচারীদের নিয়োগ করার সময় ডিডব্লিউসি-র চেয়ারপার্সন ছিলেন স্বাতী মালিওয়াল ৷ তিনি নিয়ম বিরুদ্ধভাবে প্রয়োজনীয় অনুমতি না নিয়ে এই নিয়োগ করেছেন ৷ তাই এই 223 জনের চাকরি বাতিল করলেন ভিকে সাক্সেনা ৷ এই অর্ডারে জানানো হয়েছে, দিল্লি মহিলা কমিশনের শুধুমাত্র 40টি নিয়োগ বৈধ ৷ কমিশন চুক্তির ভিত্তিতে কর্মচারী নিয়োগ করতে পারে না ৷

স্বাতী মালিওয়াল দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ৷ এবছরের জানুয়ারিতে আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে ৷ এরপর স্বাতী ডিসিডব্লিউ-র চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেয় ৷ তিনি গত 9 বছর ধরে ডিসিডব্লিউ-র চেয়ারপার্সন পদে ছিলেন ৷ কিন্তু তিনি চলে যাওয়ার পর এই মুহূর্তে পদটি খালি রয়েছে ৷ প্রাক্তন চেয়ারপার্সন স্বাতীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়ম না মেনে 223 জনকে নিয়োগ করেছিলেন ৷ চুক্তির ভিত্তিতে নিয়োগ হয়েছিল ৷

ডিসিডব্লুউকে দেওয়া এই অর্ডারে উল্লেখ করা হয়েছে, দিল্লির মহিলা কমিশন অর্থ দফতরের নির্দেশিকা মানেনি ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথায় কান না-দিয়েই ডিডব্লিউসি একাধিক পদ তৈরি করে তাতে নিয়োগ করে গিয়েছে ৷ এমনকী অর্থ দফতরের বিরুদ্ধে গিয়ে কর্মীদের মাইনেও ঠিক করেছে ৷ আর তার নেপথ্যে কোনও যুক্তিযুক্ত কারণ নেই, যা সরাসরি কমিশনের অর্থ দফতরের কার্যপদ্ধতির বিরোধিতা ৷ এই নিয়োগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠিত হয় ৷ 2017 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির তৎকালীন উপ-রাজ্যপালের কাছে রিপোর্ট জমা দেয় তদন্তকারী কমিটি ৷ সেখানেই সামনে আসে যে স্বাতী মালিওয়াল চেয়ারপার্সন থাকাকালীন যে নিয়োগগুলি করেছিলেন, তার বেশিরভাগই আইন বহির্ভূত ৷ ডিসিডব্লিউ 1994 সালের ডিসিডব্লিউ অ্যাক্ট লঙ্ঘন করেছে ৷

আরও পড়ুন:

  1. স্বাতী মালিওয়ালকে রাজ্যসভার জন্য মনোনীত করল আপ, তালিকায় নাম রয়েছে ধৃত সঞ্জয় সিংয়েরও
  2. বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিল্লিতে ছাত্রীকে খুনের অভিযোগ
Last Updated : May 2, 2024, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.