India and Asia Book of Records: 20 মাস বয়সে ইন্ডিয়া ও এশিয়া বুক অফ রেকর্ডসে নাম হুগলির ভ্ৰাজিষ্ণুর

By

Published : Aug 3, 2022, 10:19 PM IST

thumbnail

হুগলির বিষ্ময় শিশুর নাম উঠল এশিয়া বুক অফ রেকর্ড ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (Varjishnu Entered India and Asia Book of Records) । মাত্র 20 মাস বয়সে চমকে ওঠার মতো প্রতিভা রয়েছে ভ্রাজিষ্ণু ভট্টাচার্যের মধ্যে । দেড় মাস বয়স হতেই তার বাবা-মা লক্ষ্য করেন তারই স্মরণশক্তি দেখে । তারপর থেকে সেইভাবেই শিশুটিকে শেখানো শুরু হয় । বর্তমানে যখন শিশুরা মোবাইল নিয়েই ব্যস্ত । সে জায়গায় বহুমুখী প্রতিভা লক্ষ্য করেছে চুঁচুড়া কাপাসডাঙার বাসিন্দা দিলীপ ও কাকলি ভট্টাচার্যরা । মাত্র কয়েকমাস বয়সে দেড় কিলোমিটার সাবলীলভাবেই হাঁটতে পারে এই শিশু । তার জন্য 28 জুলাই এশিয়া বুক অফ রেকর্ডস পায় সে । কম্পিউটার, ইংরেজি ওয়ার্ড টাইপ করে সার্চ করতে পারে যেকোনও জিনিস । বিভিন্ন পশু, পাখি, দেশ ও রাষ্ট্রপ্রধানদের নাম অনায়াসেই বলতে পারে ভ্রাজিষ্ণু । তার ঘরে বিভিন্ন দেশের পতাকা মহাকাশের ছবি লাগানো আছে । তা দেখে বলে দিচ্ছে কোথাকার ছবি ও দেশের নাম । মা-বাবা ছাড়া কয়েকটি কথা মুখে উচ্চারণ করতে পারে মাত্র । কিন্ত নাম বললেই স্মরণশক্তির জোরে সব কিছুই হাতে করে দেখিয়ে দেয় । শুনে শুনে অসংখ্য বই পড়ে ফেলেছে এই শিশুটি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.