Ashoknagar Thermocol Industry শোলার অভাব, কাজ হারানোর আশঙ্কায় শিল্পীরা

By

Published : Aug 31, 2022, 3:26 PM IST

thumbnail

শোলা শিল্পীদের গয়না তৈরির কাজ প্রায় বন্ধের মুখে ৷ শোলার গয়নার চাহিদা থাকলেও শোলার আমদানি হয়নি বললেই চলে ৷ কারণ বৃষ্টির অভাবে শোলা চাষ হয়নি ৷ উত্তর 24 পরগনার অশোকনগর 10 নম্বর ওয়ার্ডের শোলার গয়না শিল্পীদের অবস্থা করুন (Thermocol Artists are Trouble) ৷ কারণ গত দু'বছর করোনাকালে পুজো ঠিকভাবে হয়নি ৷ এবার বৃষ্টির অভাবে কাঁচামাল আমদানি হয়নি ৷ সামনে পুজো, সব পুজোতেই এই শোলার গয়নার চাহিদা আছে ৷ শোলা ফুল, চাঁদমালা এবং বিয়ের টোপরও তৈরি করে থাকে অশোকনগর 10 নম্বর ওয়ার্ডের শিল্পীরা ৷ প্রায় 100 পরিবার এই কাজের উপর নির্ভরশীল ৷ শোলার বিকল্প হিসেবে থার্মোকল দিয়ে কাজ করতেন এই শিল্পীরা ৷ কিন্তু সরকারের বিধি-নিষেধ আছে থার্মোকল ব্যবহার করা যাবে না । এই অবস্থায় এই শিল্পীরা কী করবেন ভেবে পাচ্ছেন না ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.