HS Result 2022 : চরম আর্থিক প্রতিকূলতাকে কাটিয়ে উচ্চমাধ্যমিকে সপ্তম শিলিগুড়ির রীতা

By

Published : Jun 10, 2022, 7:04 PM IST

thumbnail

অনামী স্কুলের অনামী ছাত্রী। তিনি দুঃস্থ হলেও মেধাবী। রাজ্যে মেরিট লিস্টে জায়গা করে তাঁক লাগিয়ে দিয়েছে শিলিগুড়ির মেয়ে রীতা হালদার। শিলিগুড়ির বুদ্ধভারতী হাইস্কুলের ছাত্রী রীতা উচ্চমাধ্যমিকে হয়েছে সপ্তম (Rita halder from siliguri ranks seventh in hs result 2022) । কলা বিভাগ নিয়ে পড়াশোনা করেছে। মুখচোরা, শান্ত স্বভাবের মেয়েটা রাজ্যে নজির গড়ে দেখিয়ে দিয়েছে। রীতার বাবা বিনয় হালদার একজন মাছ বিক্রেতা। কাকভোরে টুকরি কাঁধে নিয়ে বেরিয়ে পড়েন ঘুরে-ঘুরে মাছ বিক্রি করতে। অন্যদিকে, মা গীতা হালদার বাসা বাড়ির কাজ করেন। ছোট ফাঁপড়ি এলাকায় তাঁর বাড়ি ৷ বাড়ির পরিবেশটা দেখলেই বোঝা যায় কতোটা সংগ্রামের জীবন রীতার। কিন্তু সেই প্রতিকূলতা তার সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। পরীক্ষার পর আশা ছিল মেধা তালিকায় জায়গা করবেন তিনি। আর হয়েছেও তাই। মাধ্যমিকেও স্কুলের মধ্যে প্রথম হয়েছিল রীতা।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.