Puja Carnival 2022: মুখ্যমন্ত্রীর ঢাক বাজানো, সাঁওতালি নাচে জমজমাট পুজো কার্নিভাল

By

Published : Oct 8, 2022, 7:24 PM IST

thumbnail

ইউনেসকো হেরিটেজ সম্মান দিয়েছে বাংলার দুর্গাপুজোকে । রেড রোডে মেগা দুর্গা কার্নিভালে ট্যাবলোতে ছিল দেবী প্রতিমা । ধুনুচি নাচ, ঢাক-সমস্ত ঐতিহ্যই তুলে ধরা হল রেড রোডে । ফুটে উঠল রাজ্যের বিভিন্ন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের খণ্ডচিত্র ৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল অন্য মেজাজে (Mamata Banerjee in Puja Carnival) ৷ তিনি বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মাঝে বাজালেন খন্জনি, বাজালেন ঢাক ৷ এমনকী সাঁওতালি নাচের সঙ্গে পা-ও মেলালেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর এমনভাবে অংশগ্রহণে শনিবারের কার্নিভাল যেন অন্য মাত্রা পেল ৷ দেখুন সেই ভিডিয়ো ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.