Guardians Protest at Asansol : ‘মাঠে-ঘাটে নয়, স্কুল হোক ক্লাসরুমেই’, অভিভাবকদের বিক্ষোভে উত্তাল স্কুলচত্তর

By

Published : Jan 31, 2022, 2:05 PM IST

thumbnail

সম্প্রতি রাজ্য শিক্ষা দফতর শর্তসাপেক্ষে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে । পাড়ায় পাড়ায় ফাঁকা জায়গায় ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা পড়াবেন। সেভাবেই আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যাণ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা সিদ্ধান্ত নিয়েছেন, স্কুলের সামনে একটি ফাঁকা মাঠে ক্লাস করানো হবে । আর স্কুলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অভিভাবকরা । তাঁরা মাঠে-ঘাটে বাচ্চাকে পাঠাবেন না বলে স্পষ্টতই জানিয়েছেন । সোমবার স্কুলে এসে বিক্ষোভ ফেটে পড়েন অভিভাবকরা । তাঁদের দাবি, ক্লাসরুমেই স্কুল করাতে হবে (Guardians demanding bring back school in classroom) ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.