Manik Bhattacharya: 11 ঘণ্টা তল্লাশির পর মানিক-ঘনিষ্ঠ তাপসের বাড়ি ছাড়লেন ইডির তদন্তকারীরা

By

Published : Oct 15, 2022, 11:07 PM IST

thumbnail

দীর্ঘ প্রায় 11 ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর ইডির (ED) তদন্তকারীরা বেরিয়ে গেলেন মানিক (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বারাসতের বাড়ি থেকে। ইডি সূত্রে খবর,তল্লাশিতে তাপস ও তাঁর ছেলে ব্রিজেশ মণ্ডলের দু'টি মোবাইল এবং বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার তল্লাশির সময় অবশ্য বারাসতের বাড়িতে ছিলেন না তাপস মণ্ডল। তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়েছেন বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। সেই কারণে আগামী 20 অক্টোবর তাঁকে সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। তদন্তে সবরকম সহযোগিতা তাঁরা করেছেন বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তাপস মণ্ডলের ছেলে ব্রিজেশ। নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর বাবার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.