Durga Puja 2022: 400 বছরের ক্ষ্যাপা মায়ের পুজোতে রয়েছে ইতিহাস

By

Published : Sep 8, 2022, 8:46 PM IST

thumbnail

পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার উখড়ার ক্ষ্যাপা দুর্গাপুজো (Durga Puja) প্রায় আনুমানিক 400 বছরের পুরনো। এই মন্দিরটি এতদিন ভগ্নদশায় ছিল ৷ আর সে কারণে পুনর্নির্মাণ করা হল। এ বছরই হল সে পুনর্নির্মাণ ৷ এই পুজোর এক ইতিহাস রয়েছে ৷ কথিত আছে, মা দুর্গা শ্যামসুন্দর কোলিয়ারি সংলগ্ন একটি পুকুরের সামনে এক শাঁখারির কাছে শাঁখা পড়তে গিয়েছিলেন। সেই শাঁখা পড়া থেকে ওই দুর্গাপুজো চলে আসছে ৷ ওই শাঁখারি বাড়িতেই বংশানুক্রমিক দুর্গাপুজোর চল আজও প্রচলিত ৷ এই দুর্গাকে ক্ষ্যাপা দুর্গা বলা হয় ৷ মহাঅষ্টমীর সময় রক্ত দেওয়ার প্রথা রয়েছে ভট্টাচার্য পরিবারে (Durga Puja Celebrate in Bhattacharya Family)। পুজো দেখতে দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা। কুমারী পুজোও হয় ৷ আর তান্ত্রিক মতে এই দুর্গোৎসব আয়োজিত হয়।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.