Droupadi Murmus House Celebrations: জয় ঘোষণার পরই দ্রৌপদীর গ্রামে খুশির হাওয়া

By

Published : Jul 21, 2022, 10:55 PM IST

thumbnail

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Elected as 15th President of India) ৷ জয় ঘোষণার পরই দেশের বিভিন্ন অংশে বিজয়োৎসবের প্রস্তুতি নিয়ে নেয় গেরুয়া শিবির ৷ কিন্তু জয় নিশ্চিত হওয়ার খবর আসতেই সেই উৎসবের জৌলুস আরও বেড়ে যায় ৷ এদিকে জয়ের খবরের পরই দ্রৌপদী মুর্মু-এর বাড়ি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে নেমে এল খুশির হাওয়া (Droupadi Murmus House Celebrations) ৷ জয় ঘোষণার পরই নাচ-গানের মধ্য দিয়ে লাড্ডু বিতরণ করা হল সেখানকার সাধারণ মানুষের মধ্যে ৷ অকাল হোলিতে মেতে উঠলেন গ্রামবাসী ৷ দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.