CBI Raid on Moloy House: সিবিআই আধিকারিকদের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন মলয়পত্নী সুদেষ্ণা

By

Published : Sep 7, 2022, 7:04 PM IST

thumbnail

প্রায় সাড়ে চার ঘণ্টা মন্ত্রী মলয় ঘটকের আপকার গার্ডেন বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা (CBI Raid on Moloy House) ৷ আর তল্লাশি শেষে সিবিআই আধিকারিকদের বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেন মন্ত্রীর স্ত্রী ৷ আর জানান, মন্ত্রীর বাড়িতে এমন অভ্যর্থনা পেয়ে অবাক হয়েছেন সিবিআই এর গোয়েন্দারা ৷ এদিন কয়লাপাচার কাণ্ডের তদন্তে আসানসোল, কলকাতায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak) একাধিক বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ৷ তল্লাশি চলে মন্ত্রীর কলকাতার বাড়ি ও সরকারি আবাসনেও ৷ যেখানে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ৷ তবে, আসানসোলের যে বাড়িতে মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক থাকেন, সেই বাড়িতে গিয়ে কিছুটা অবাকই হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ কারণ, গৃহকর্ত্রী আচরণে ৷ তিনি সিবিআই আধিকারিকদের সহযোগিতা করেছেন ৷ সব জায়গার তল্লাশি নিয়েছেন সিবিআই আধিকারিকরা ৷ এমনকি দু’টি আলমারির চাবি তাঁর কাছে ছিল না ৷ সেগুলি চাবিওয়ালাকে ডেকে খোলানোর ব্যবস্থাও করিয়েছেন বলে জানান মলয়পত্নী ৷ তবে, সিবিআই ওই বাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই পাননি বলে জানিয়েছেন সুদেষ্ণা ঘটক ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.