Kakoli Ghosh Dastidar: 'বিরোধীদের মুখে লিউকোপ্লাস্ট লাগাতে চাইছে বিজেপি': কাকলি ঘোষ দস্তিদার

By

Published : Jul 16, 2022, 1:40 PM IST

thumbnail

"ওরা চাইছে আমরা কথা না বলি । কথা বললেই তো বিরোধিতার বিষয় আসবে । তাই বিরোধীদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার । কারণ, ওরা চায় না সংসদের ভিতর কোনওরকম বিরোধিতা হোক ।" সংসদ চত্বরে ধরনা নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar slams Central Govt) । শুক্রবার নিজের সংসদীয় এলাকা বারাসতে একটি কর্মসূচিতে যোগ দেন শাসকদলের এই সাংসদ । তিনি আরও বলেন, "দেশে যখন লাগামহীনভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে । জ্বালানির দাম উর্ধ্বমুখী । বেকারত্বের সংখ্যা দিনদিন বাড়ছে । তখন কোনওরকম সমালোচনা হোক সেটা চাইছে না কেন্দ্রের বিজেপি সরকার । তাই পরিকল্পিতভাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.