Damodar River Drowning : স্নানে গিয়ে ড্যামের জলে ডুবে মৃত্য়ু সেনাকর্মীর

By

Published : May 23, 2022, 5:09 PM IST

thumbnail

সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের রনডিহা ড্যামের জলে ডুবে মৃত্যু হল এক সেনাকর্মীর (Damodar River Drowning)। মৃত সেনাকর্মীর নাম নারেলা রবিন্দর (40)। বাড়ি মহারাষ্ট্রে । পানাগড় সেনা হাসপাতালে কর্মরত ছিলেন তিনি । রবিবার বিকেলে কয়েকজন সহকর্মীর সঙ্গে রণডিহা ড্যামে দামোদরে স্নান করতে নামেন ৷ সেখানেই তলিয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর । সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর খোঁজ পাননি । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে ওই সেনাকর্মীর মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.