Laxmi puja: রেডিমেড রংবাহারি আলপনার ভিড়ে হারাচ্ছে খড়িমাটি

By

Published : Oct 8, 2022, 5:38 PM IST

thumbnail

লক্ষ্মীপুজোয় আতপ চাল আর খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়ার অন্য গুরুত্ব ছিল একসময় (Laxmi puja) । বাড়িতে বাড়িতে দেখা যেত বিভিন্ন রকমের আলপনা দিতে । লক্ষীর পায়ের ছাপ আঁকতেও দেখা যেত । কিন্তু বর্তমানে স্মার্ট যুগের দৌলতে সেইসব হারিয়ে যেতে বসেছে । পরিবর্তে বাজারে প্লাস্টিকের আলপনা প্লাস্টিকের লক্ষ্মীর পায়ের ছাপ বিক্রি হচ্ছে । সেই প্লাস্টিকের আলপনা এবং লক্ষীর পায়ের ছাপ কিনতে ভিড় জমাচ্ছে শহর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের মানুষ । দুর্গাপুরের বেনাচিতি বাজারে বিক্রি হচ্ছে সেইসব আলপনা লক্ষ্মীর পায়ের ছাপ এবং রংবেরঙের ছাপ । অতি কম খরচে কিনতে পাওয়া যাচ্ছে । লক্ষ্মীর কৃপায় লক্ষ্মী লাভ হচ্ছে জানাচ্ছেন বিক্রেতারা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.