"জিভ টেনে ছিঁড়ে দেব, আমি সেই পরিবারের ছেলে", বিজয়বর্গীয়কে হুঁশিয়ারি উজ্জ্বল বিশ্বাসের

By

Published : Feb 27, 2020, 8:34 PM IST

thumbnail

"কৈলাস বিজয়বর্গীয়কে বলছি, তাঁকে জেলখানায় ঢুকিয়ে আমি সত্যিটা বার করে আনব ৷ তাঁকে বুঝিয়ে দেব নির্বাচন এলেই তৃণমূলের নামে এসব বার্তা দেওয়া অত সহজ নয় ৷ অত সহজে আমি ছাড়ব না ৷" স্টিং অপারেশনের ভিডিয়ো BJP প্রকাশ্যে আনার পর ETV ভারতের মুখোমুখি হয়ে একথা বললেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৷ তিনি আরও বলেন, "তাঁর জিভ টেনে ছিঁড়ে দেব আমি ৷ আমি সেই পরিবারের ছেলে ৷ " তাঁর বার্তা, "তাঁদের (BJP নেতৃত্ব) বলে দেবেন, দেখা হবে ওই জায়গায় দাঁড়িয়ে ৷ আমি যে দপ্তরের মন্ত্রী সে জায়গায় দাঁড়িয়ে দেখা হবে ৷ " গতকাল রাজ্য BJP দপ্তরে সাংবাদিক বৈঠক করে একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছিলেন কৈলাস বিজয়বর্গীয় ৷ সেখানে টাকা নিতে দেখা গেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তাপস রায়, স্বপন দেবনাথ, অরূপ রায়, মলয় ঘটক, উজ্জ্বল বিশ্বাস ও তিন বিধায়ক অশোক দেব, স্মিতা বক্সী ও ইকবাল আহমেদকে ৷ BJP-র তরফে অভিযোগ, পরিষেবা দেওয়ার নামেই টাকা নিয়েছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.