বৃদ্ধাশ্রমে অনলাইনে পুজো দেখাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট

By

Published : Oct 24, 2020, 10:45 PM IST

thumbnail

বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ আবাসিকদের আনন্দ দিতে অনলাইন পুজো পরিক্রমা পুলিশের ৷ উৎসবে, আনন্দে নিজের প্রিয়জনদের ছেড়ে বৃদ্ধাশ্রমের চার দেওয়ালে নিজেদের বন্দী করে রাখতে বাধ্য হন তাঁরা । এবার তাঁদেরও আনন্দ দিতে উদ্যোগী হল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । বিভিন্ন বৃদ্ধাশ্রমের আবাসিকদের অনলাইনে পুজো পরিক্রমা করাল আসানসোল দুর্গাপুর পুলিশ । কমিশনারেটের উদ্যোগে ইতিমধ্যেই "নমন" প্রকল্প খুব জনপ্রিয় হয়েছে । কমিশনারেট এলাকায় থাকা নিঃসঙ্গ বৃদ্ধবৃদ্ধাদের নিয়মিত খোঁজ নেওয়া, স্বাস্থ্যপরীক্ষা করানো ইতিমধ্যেই শুরু হয়েছে৷ কোনওভাবে যাতে নিঃসঙ্গ বৃদ্ধবৃদ্ধারা হতাশ না হয়ে পড়েন তার জন্য তাঁদের আনন্দ দিতেও নানান উদ্যোগ নেওয়া হচ্ছে । তারই অন্যতম রূপ অনলাইন পুজো পরিক্রমা । এবার পরিস্থিতি অন্যরকম, তাই বয়স্ক মানুষদের বাইরে নিয়ে যায়নি পুলিশ । বরং পুজোকেই তুলে আনা হয়েছে বৃদ্ধাশ্রমে । থাকছে খাবারেরও আয়োজনও । নামপ্রকাশে অনিচ্ছুক এক আবাসিক জানান, এখন আর মনে হয় না আমরা আমাদের প্রিয়জনদের থেকে ব্রাত্য । আমাদের নিজেদের সন্ততিরা দূরে সরে গেছে ঠিকই । কিন্তু আজ আমাদের অনেক সন্তান ।

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.