Mamata banerjee's Birthday : মুখ্যমন্ত্রীর জন্মদিন, এক হাজার প্যাকেট চপ মুড়ি বিলি জঙ্গিপুরে

By

Published : Jan 6, 2022, 9:45 AM IST

thumbnail

গতকাল ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 67তম জন্মদিন (Mamata banerjee's Birthday) ৷ সেই উপলক্ষে 200 পাউন্ড ওজনের কেক কেটে দলনেত্রীর জন্মদিন পালন করল মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাংগঠনিক জেলা সভাপতি সহ তৃণমূল নেতৃত্ব । অনুষ্ঠান শেষে তৃণমূলের কর্মী, সমর্থকদের হাতে তুলে দেওয়া হয় গরম গরম চপ, বেগুনি, পেঁয়াজি ও মুড়ির ঠোঙা (aloo chop and puffed rice distribution on Mamata Banerjee's Birthday) ৷ এছাড়া দুস্থদের বস্ত্র বিতরণ ও হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয় দলের পক্ষ থেকে । জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, মুখ্যমন্ত্রীর প্রিয় খাবার মশলা মুড়ি ও চপ, বেগুনি । জন্মদিনের কেকের সঙ্গে সকলের হাতে তুলে দেওয়া হলো সেই খাবার ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.